ভালোবাসা দিবস আর Valentines Day এক নয়। তবে একটি দিন যদি কেও ভালোবাসা কে ভালোবেসে কাছে আনতে চাই খতির কিছু নেই।
আবার কেও যদি কাছের মানুষ না পেয়ে বিলাপ দিয়ে কাঁদে এতেও খতির কিছু নেই।
তবে Valentines Day উৎযাপনের পূর্বে তো অবশ্যয় আমাদের উচিৎ এটা জানা যে কেনো এই দিবস!!
Saint Valentine একজন খ্রিষ্টান পাদ্রী এবং চিকিৎসক ছিলেন ইতালীতে। সময় তখন ২৬৯ সাল।
রোমান সাম্রাজ্যে তৎকালীন সময়ে খ্রিষ্ট ধর্ম প্রচার নিষিদ্ধ ছিলো। আর Valentine কে রোমানরা কারাগারে পাঠান এই খ্রিষ্ট ধর্ম প্রচারের দায়ে। আটকাবস্থাই তিনি জনৈক কারারক্ষীর দৃষ্টহীন মেয়েকে চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলেন। এবং তার ঐ ভালোবাসাই মানুষ মুগ্ধ হন। তিনি জনপ্রিয় হয়ে ওঠেন।
আর তার জনপ্রিয়তাই ঈর্ষান্বিত হয়ে রোমান রাজা তাকে মৃত্যুদন্ড দেন। দিনটি ছিলো ১৪ই ফেব্রুয়ারি। অতঃপর পোপ সেন্ট জেলাসিউও ১ম ৪৯৬ সালে জুলিয়াস ভ্যালেন্টাইন্স স্মরণে ১৪ই ফেব্রুয়ারিকে Valentines Day হিসেবে ঘোষণা দেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।