আমাদের কথা খুঁজে নিন

   

আমি মুক্ত বিহঙ্গ ....

"কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরিয়া গেছে.। "

আহ্‌! কী আনন্দ..মুক্তির আনন্দ যে কত সুধাময় তা একটু আগে টের পেলাম। দীর্ঘ ওয়াচের পর অবশেষে মুক্তি...। প্রতিদিন প্রিয় সামুতে আসতাম আর দেখতাম আমার গলায় ঝুলে আছে সন্দেহভাজন অপরাধীর সাইনবোর্ড। অতঃপর আমি ওয়াচ !!! নিজেকে বার বার প্রশ্ন করতাম কি আমার অপরাধ?ভীষন মেজাজ খারাপ হত।

মাঝে মাঝে সামুর উপর ভীষণ অভিমান হত...। ওয়াচ থাকতে থাকতে ধৈর্য হারিয়ে ফেলার উপক্রম হয়েছিল...। কিন্তু এই মাত্র সামুতে লগইন করে দেখি আমি মুক্তি পেয়েছি। আবশেষে আমি একজন সাধারন ব্লগার,নিরপরাধ আমজনতা। কাঙ্খিখিত মুক্তির আনন্দে মন ভরে গেল।

থমকে থাকা অনুভুতিগুলো ভোরের পাখির মত ডানা মেলে দিল.. আনন্দের অতিশয্যে ম্যাসেন্জারের অপর প্রান্তে থাকা বন্ধু কে অবাক করে দিয়ে ইয়াহু বলে চিৎকার করে উঠলাম। কার্যকারণ জানতে পেরে বন্ধু ভৎসনা করল। পাগলের উপাধিতে ভূষিত করল। বন্ধুর কাছে কিঞ্চিৎ লজ্জা পেলাম। তবে মুক্তির বিশাল আনন্দের কাছে সেই লজ্জা অতি নগন্য....


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.