বাঁশীর জগতে স্বাগতম। আসুন সুরের মুর্ছনায় নিজেকে বুঝতে শিখি
চারদিকে নিস্তব্ধ নিঝুম রাত। শহরের মানুষ গুলো হারিয়ে গেছে নিদ্রা দেবীর আশ্রমে আর আমি জেগে আছি .......। ভাবছি সেই অনেক দিন আগের কথা ...........
এমনি নিঝুম রাত আমি আমি একা মেঘনা নদী তীরে ঝির ঝির ঠান্ডা শীতের বাতাশ একটা বাঁশী হাতে নিয়ে বসে আছি। তখন পৃথিবীটা কতই নিরব শান্ত।
পৃথিবীর মানুষ কেন এত সার্থ্বপর হয়। কেন একে অন্যের প্রতি হিংসা, বিদ্বেষ, দন্দ্ব কেন এত পাপ কার্য্য করে। একটু কি ভাবেনা মানুষ এই নিঝুম রাতের মতই পৃথিবীর সব কিছুই নিরব হয়ে যাবে একদিন। এসব ভাবনা ভাবতে ভাবতে রাত শেষে ফজরের আজান যখন দিল মসজিদের মুয়াজ্জিন । তখন আমার ঠোট থেকে নামালাম আমার বাঁশীটা।
আজ আমি সেই দিনটিকে গভীর ভাবে উপলব্ধি করছি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।