মানুষের জীবন খুবই বিবর্ণ থাকে মাঝে মাঝে। আসলে একে বিবর্ণ বলাটা বোধ হয় ঠিক না। এটাও একটা রং। হয়তো নিকষ কালো কিংবা ধূসর ! নিঝুম রাত
-------------
নিঝুম রাত-
আমি হেঁটে চলেছি একা,
কখনো গলির রাস্তায়,
কখনোবা ছোট্ট এই নগরীর রাজপথে,
লাল-নীল নিয়নের আলোতে-
আলোকিত রাজপথ,
নিঝুম এই রাতে হেঁটে চলেছি আমি,
হঠাৎই মনে পরে যায়-
তোমার সেই আবদারের কথা,
ইচ্ছে ছিল আমার সাথে-
নির্জন রাতে হাঁটার। ।
যখন আমাদের চারপাশে থাকবে না কেউ
ক্ষণিকের জন্য বিলীন হয়ে যাবো দুজন,
হারাবো দুজন দুজনাতে।
এসব বুঝি স্বপ্নই থেকে গেলো !
হয়তো ......
হয়তো আমাদের আর-
একসাথে হাঁটা হল না!!
দুজন দুজনার হাত ধরে বলা হল না,
ভালোবাসি তোমায় অনেক বেশী। ।
যে ইচ্ছে তুমি পোষণ করেছিলে,
তারই নিরর্থক বাস্তবায়নের চেষ্টা-
আমি আজও করে যাই,
হয়তো এর মাঝেই খুঁজে যাই তোমায়,
তাই আজও আমি হেঁটে চলেছি -
এই নিঝুম রাতে একা । ।
-
- আরমান
২৬/০৮/২০১২
রাত ১১:৪৭:১৪ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।