আমাদের কথা খুঁজে নিন

   

নিঝুম রাতে !

একদিন সব শুন্য হবে

তখন রাতের আকাশে ঘুটঘুটি অন্ধকার । হাসপাতাল থেকে হোস্টেলের দিকে দিকে যাচ্ছিলাম । পথটা একটু নিঝুম । গভীর রাতে লোক চলাচল নেই বললেই চলে। একা একা একটু ভয় ভয় করছিল ।

হঠাৎ অন্ধকার ফুড়ে এক লোক বের হয়ে এল । হাতে একটা ছোট ছোরা । আমার দিকে এগিয়ে আসল ধীর গতিতে । আমাকে কিছু একটা বলল । বুঝে গেলাম সবকিছু হারাতে যাচ্ছি ।

পকেটে থাকা মানিব্যাগ , আইডি কার্ড , বাবার ছোট্ট বেলার একটি স্মৃতিময় ছবি , ব্যাঙ্কের নেক্সাস কার্ড , ১৮৫ টাকায় কেনা হাতের ঘড়ি . . . । না কিছু একটা করা দরকার । ছিনতাই কারীর হাতের কবজি বরাবর একটা লাথি দিলাম । সে ভ্যাবাচ্যাকা খেয়ে গেল । তার এ অবস্থার পুর্ন সুযোগ নিলাম আমি ।

নাকে সজোরে একটা ঘুষি দিলাম । আর্তনাদ করে উঠল লোকটা । এরকম আক্রমন অপ্রত্যাশিত ছিল তার কাছে । আরো দুয়েকটা আঘাত করে চলে এলাম হোস্টেলে. . .

ইয়ে মানে . .গল্পে একটু সংশোধনী আছে । লোকটা যখন আমার দিকে এগিয়ে আসল তখন আমি ঝেড়ে দৌড়ালাম . .



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।