আমাদের কথা খুঁজে নিন

   

নিঝুম রাতে



নিশুতি পাখির ডাকে ঘুম ভেঙে যায়, জানালাটা খুলে দেখি মাঝ রাত। বাইরে শকুন শিশু কাঁদে অবিরাম আমি ভাবি কারো বুঝি বুক খালি হয়। আমার বুকের মাঝে শুন্যতা বাসা বাধে ভয় পায় ভুতুড়ে কান্নায়, মনে হয় কদিন আগে শেফালী ঝুলেছিল গাছে তার আত্মা কেদে ফেরে অকারণে। শেফালীকে ভাবতেই ভারি হয় বুক হয়ত আমিও শেফালীর মত একদিন ভালবাসার শূ্ণ্যতা নিয়ে যাবো দুরে যেখানে আমার আমি ভীষণ একা। জানালাটা ব্ন্ধ করে বিছানায় মুখ লুকায় চোখের জলে ভিজে ওঠে বালিশ। কি দোষ ছিল শেফালীর, শুধু একটু ভালবাসা চেয়েছিল, এই সুন্দর পৃথিবীতে বেচে থাকার মত। হতভাগা শেফালীর চাওয়াটা মেনে নেয়নি এই সমাজ, এই সভ্যতা, শেফালীর অপরাধ ও দরিদ্র হয়ত আমার চাওয়াও কোনদিন দেখবে না পৃথিবীর আলোর মুখ। প্রভাত আসার আগেই আমি হয়ত হয়ে যাব কোন রাবনের শিকার।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।