যে নদীর গভীরতা বেশি, তার বয়ে চলা স্রোতের শব্দ কম।
কিছুদিন আগে একটা মারাত্মক এডাল্ট ছড়া লিখে ১৬ টা মাইনাস খেয়েছিলাম। সেই মাইনাসেই দ্বিগুন অনুপ্রাণিত হইয়া আরো একটি মারাত্মক ছড়া লেখার দুঃসাহস দেখাইতেছি। এবার কি মাইনাস ১৬ দ্বিগুনে ৩২ টা হবে ?
মাঝরাতে সুড়সুড়ি খেয়ে ভাঙে ঘুম
জেগে দেখি সুড়সুড়ি নয় সেটা, চুম।
চুমুটুমু খেয়ে টেয়ে ভরে দিল গাল
লজ্জায় হতভাগা আমি হই লাল।
গাল ছেড়ে পালা করে গলা আর হাতে
চুমু খায়, বলে আজ আছি সারা রাতে।
ভোর হলে জেগে দেখি ভয়ানক দশা
রাতে প্রেম করেছিল
বুকে চড়ে বসেছিল
এডিস সম্প্রদায়ের স্ত্রী মশা !
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।