মির জাপরের সহষোগিতায় ইংরেজরা এদেশের স্বাধীনতা হরন করেছিল। তাই বলা যায় স্বদেশি দালালদের সহযোগিতা নিয়েই কেবল কোন দেশ দখল করা যায়। ইরাক এবং আফগানিস্তান বেলায় ও এ কথা প্রযোজ্য। আবার সরাসারি কোন দেশ দখল না করেও একটি দেশের সম্পদ হরন করা যায়। এই জন্য দেশের কিছু লোককে কিনে নিতে হয়।
এই সব লোক হয় আবার মুকোসদারি দেশ প্রেমিক। যেমন বহুজাতিক মুঠোফোন অপরেটরা আমাদের প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়াকে কিনে নিয়েছে বলা যায়। এই সব মিডিয়ার দালালরা কুইজের নামে,এসএমএস ভোটের নামে অবৈধ কর্ম চালিয়ে যাচ্ছে তাদের বহুজাতিক ডলার পাচারকারিদের সহযোগিতায়। এসএমএস এর বিল টাকায় কাটা হলেও বহুজাতিক কোম্পানিরা ডলারে রুপান্তর করে তাদের দেশে নিয়ে যায়। অবৈধ যাহা যায় তাই পাচার বলে গন্য হয়।
এই সব এসএমএস কুইজ,জরিপ,ভোট সবই যৌত বানিজ্য। আর যৌত বানিজ্য করতে হলে জয়েন স্টক কোম্পানিতে নিবন্দন করতে হয়। কিন্তু মিডিয়া ও মুঠোফোন অপারেটররা কোন নিবন্দন ছাড়াই এই সব এসএমএস কুইজ,ভোটের আয়োজন করছে। তাই বলা যায় এটি মুল্যবান বৈদেশিক পাচার। আর এই সব পাচারকারিদের দোসর আমাদেরই দেশ প্রেমিক প্রায় সব গুলো প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়া এমনকি সরকারি টিভি ভিটিবিও।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।