আমাদের কথা খুঁজে নিন

   

একজনের পাণ্ডুলিপি আরেকজনের নামে চালানো কি বৈধ? ভিসিরা কী শেখাচ্ছেন আমাদের?

প্রতিদিনকার চলা মমি করে রেখে যাই ওয়েবের পিরামিডে

৬ ফ্রেব্রুয়ারি ২০০৯ বিকেল সাড়ে চারটায় বাংলা একাডেমীর তথ্যকেন্দ্রের সামনে লেখক-পাঠক-প্রকাশক ব্যানারে একটা মানববন্ধন করলাম আমরা। ‌ব্যানারের বক্তব্য ছিল, ‌'মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে রোকেয়া কবীর ও মুজিব মেহদীর পাণ্ডুলিপি মুক্তিযুদ্ধে নারী চুরির ঘটনার তদন্ত চাই এবং মেহেদী হাসান পলাশ সহ জড়িত সকল অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই'। মামলাটা মেধাস্বত্ব চুরির, চুরিটা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি এমাজউদ্দীন আহমদ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি জসীম উদ্দিন আহমদের তত্ত্বাধানে ইনকিলাব সাংবাদিক মেহেদী হাসান পলাশ। ধারণা করছি, চুরিটা হয়েছে জোট সরকারের পাঁচ বছরের কোনো এক সময়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে। সুতরাং ঘটনাটা মোটেই অবহেলার নয়।

কিন্তু আমার ২০ বছরের লেখক জীবনের বন্ধুরা কী জানি কী কারণে আমাদের পাশে এসে দাঁড়ানো প্রয়োজন মনে করেন নি। অবশ্য সবাই ব্যাপারটা সম্পর্কে জানতেন না, যাঁরা জানতেন, তাঁদের মধ্যেও খুব কমজনই এ ঘটনার নিন্দা জানিয়েছেন কিংবা আমাদের প্রবোধ দেবার চেষ্টা করেছেন। তাঁরা হয়ত মনে করছেন সমস্যাটা তো তাঁদের নিজেদের হয় নি, সুতরাং ভাবনা কী! কিন্তু তাঁরা একবারও ভাবেন নি হয়ত যে, এ ধরনের অপরাধকে বিনা প্রশ্নে ঘটতে দিতে থাকলে তাঁরা নিজেরাও একদিন এর শিকার হতে পারেন। অবশ্য আমার আশপাশের কেউ কেউ যে চোরের পক্ষেও দাঁড়াতে পারে তাও দেখতে হলো। অবিশ্বাস্য! সে বিবেচনায় আমার অল্পদিন সময়ের ব্লগার বন্ধুরা আমাদের ক্রমাগত সাহস যুগিয়েই চলেছেন, যেকোনো অবস্থায় তাঁরা পাশে থাকবেন বলেও আশা করি।

ধরুন, আপনার একটা পাণ্ডুলিপি কিছু তথ্য বিকৃত করে অন্য কেউ তার নামে ছাপিয়ে বাজারে বিক্রি করছে, আপনার কেমন লাগবে? আমার খুব খারাপ লেগেছে এবং এই খারাপ লাগা এখনো অব্যাহত আছে, যে কারণে ৫ ফেব্রুয়ারি আমার নতুন বই চিরপুষ্প একাকী ফুটেছে প্রকাশ পেলেও আনন্দিত হতে পারি নি কিংবা সটোরি লাভের গল্প কবে প্রকাশিত হবে, সে ব্যাপারে প্রকাশককে ফোন করে জানবারও আগ্রহ পাচ্ছি না। আপনারাও কি এ ধরনের একটা চুরির বিরুদ্ধে সোচ্চার হয়ে প্রয়োজনে আমার/আমাদের পাশে এসে দাঁড়াবেন না?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.