সৃষ্টি সুখের উল্লাসে।
বিভিন্ন পত্র, পত্রিকা আর ব্লগে লিনাক্সের সুবিধা আর প্রশংসা পড়ে খুব আগ্রহ নিয়ে উবুন্টুর ৮.১০ ভার্সনটি ডাউনলোড করে একটি সিডি বার্ন করলাম। আমাকে আর পায় কে। আমি এখন শক্তিশালী একটি ওএস -র সিডির মালিক। অনেক জল্পনা-কল্পনা।
বেশ উৎসাহ নিয়ে একদিন ইনস্টল করে ফেললাম উইন্ডোজের মধ্যেই একটি ভর্চুয়াল ড্রাইভে। বেশ কিছু দিন এভাবেই ব্যবহার করলাম। খুব ভালই লাগল, শুধু বাংলা লেখার পদ্ধতিটি ছাড়া। সামুর মত বাংলাতে ইউনিজয় থাকলে ভাল হত। যাইহোক এবার আসি আসল কথায়।
বেশ কিছু দিন উইন্ডোজের সাথে ব্যবহারের পড় চিন্তা করলাম, উইন্ডোজ রেখে আর লাভ কি, উবুন্টুর ডিমো এন্ড ফুল ভাবেই ইনস্টল করে একেই একমাত্র ওএস হিসেবে ব্যবহার করব। যেই ভাবা সেইকাজ। সময় সুযোগ বুঝে গতকাল শুক্রবার ইসন্টল করতে বসলাম। ধিরে ধিরে এগুতে থাকলাম। এর পার্টিশন সেটাপে এসে হোল পার্টিশন নিয়ে কাজ করতে দিলাম।
একটা একটা করে সব পদক্ষেপগুলো শেষ করলাম। চালু হল বহু প্রতিক্ষিত উবুন্টুর ফুল ভার্সন। কিন্তু একি!!!!!!! আমার আর সব ড্রাইভ কোথায়, আমার এত গুরুত্বপূর্ণ এসাইনমেন্টের ফাইল, আমার বিনোদনমূলক ফাইলগুলো সব কোথায়!:# পাচ বছরের সংগ্রহ সব একনিমেসেই শেষ। দুঃখের ব্যপার, আমার ফাইলগুলোর কোন ব্যকআপ ছিলনা। আমি এখন অধিক শোকে পাথর হয়ে গেছি।
আমার কম্পিউটারের হার্ডড্রাইভ এখন খাঁ খাঁ করছে। গুরুত্বপূর্ণ ফাইলগুলো হারিয়ে আমি এখন রিক্ত। হায় শক্তিশালী ওএস তুমি আসলেই শক্তিশালী। যে ফাইলগুলো গড়তে আমার পাচটি বছর সময় লেগেছে, যেগুলো সংগ্রহ করতে আমার পাঁচটি বছর সময় লেগেছে তা তুমি আধা ঘন্টার মধ্যেই শেষ করে দিলে, আমাকে রিক্ত করে দিলে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।