আমাদের কথা খুঁজে নিন

   

দেশী খেলাধুলা কি হারিয়েই যাবে?



ক্রিড়া বা খেলাধুলা ব্যাপারটা মানব সমাজের সাথে অংগাঅংগি ভাবে জড়িত। সব দেশে, সংস্কৃতিতেই তাদের নিজস্ব কিছু ক্রিড়ার প্রচলন আছে। আবার ভৌগলিক গন্ডি পেরিয়ে অনেক খেলাই আজকাল বৈশ্বিকতা লাভ করেছে। যেমন আমরা আজকাল ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, টেনিস সহ সব বিদেশী বা বৈশ্বিক খেলা নিয়েই মেতে থাকি। এসব খেলা অবশ্যই মজার কিন্তু খেলার বৈশ্বিক হওয়ার কারন যে শুধুমাত্র এরা বেশী অনন্দদায়ক তা কিন্তু নয়।

এগুলোর পিছনে কলনীয়াল হিস্ট্রি, প্রপার নার্সিং এবং চাকচিক্যময় রিপ্রেজেন্টেশান ইত্যাদি অনেক কিছুরই ভুমিকা আছে। যাহোক আমরা সবসময়েই গ্রহনে যথেষ্ট উদার তাই বিদেশী এসব খোলাধুলা এখন আর বিদেশী নেই, আমাদের সংস্কৃতির অংশ হয়ে গেছে। কিন্তু আমাদের দেশেরও নিজস্ব কিছু খেলাধুলা আছে বা ছিলো। মনোযোগ, যত্নের অভাবে এসব এখন হারিয়ে গেছে বা যাচ্ছে। বিদেশী খেলাধুলা নিয়ে মেতে থাকার পাশাপাশি আমরা কি এসব নিজেদের খেলা নিয়ে কিছুটা সময় বা ভাবনা দিতে পারিনা? বাংলাদেশের নিজস্ব অনেক খেলা আছে, গ্রামে বা পাড়ায় মহল্লায় একসময় কিশোর-কিশোরী, যুবক-তরুনরা সেসব খেলতো।

আমরা ইচ্ছা করলে উদ্যোগ নিয়ে সেসব খেলার নিয়ম-কানুন সংগ্রহ করে সেগুলোকে আরো আধুনিক ও আকর্ষনীয়ভাবে প্রজেন্ট করতে পারি মডার্ন অডিয়েন্সের সামনে। আর মিডিয়া যদি এগিয়ে এসে সেগুলোকে প্রমোট করে তাহলে মানুষ নতুন করে জানবে আর আগ্রহ প্রকাশ করবে। তারপর আমরা দলবেধে সেসব খেলায় অংশ গ্রহন ও উপভোগ করলে হয়তো এগুলো আবার প্রান পেয়ে বিকশিত হবে। এমনকি বৈশ্বিকও হয়ে যেতে পারে কে জানে? এতকিছু না হোক, এটলিস্ট আমাদের কিছু নিজস্ব খেলাধুলা ছিলো সেগুলোর ইতিহাস যাদুঘরে সংরক্ষনের জন্য হলেও আমাদের এসবের বিবরন, নিয়েম সংগ্রহ করা দরকার। আমি কিছু খেলার নাম জানি কিন্তু হয়তো বিস্তারিত নিয়ম বা বিবরন জানি না।

ব্লগাররা যদি সবাই নিজ নিজ নলেজ আর মেমোরী থেকে কিছু কিছু ইনপুট দেন দেখা যাবে যে এখানেই একটা ভালো সংগ্রহ দাড়িয়ে গেছে। ১। হাডুডু: ২। দাড়িয়াবান্ধা: ৩। বৌছি: ৪।

ডাংগুলি: ৫। লাটিম: ৬। ঘুড়ি: নোট: আরো নাম বা বিবরন জানা থাকলে বলেন আমি এড করে নেবো। একদম পাড়া গাঁয়ের অজানা খেলাটির নামও বলতে পারেন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।