আমাদের কথা খুঁজে নিন

   

দুটি নতুন মুক্তি পাওয়া Radio Song। মিনারের "সাদা রংয়ের স্বপ্নগুলি" এবং হৃদয় খানের "চাইনা মেয়ে"...

এই পৃথিবীতে শুধুমাত্র দুই রকমের মানুষ আছে। ভালো মানুষ যারা ভালো কাজ করে। আর খারাপ মানুষ যারা খারাপ কাজ করে। এটাই মানুষদের মধ্যে একমাত্র পার্থক্য। আর কোন পার্থক্য নেই... আমি ভাল মানুষ...☺☺☺

গান দুটা ভাল লাগলো।

তাই সকলের সাথে শেয়ার করছি। নিচে লিরিক্সসহ ডাউনলোড লিংক দিলাম। চাইনা মেয়ে গানটার লিরিক্স দিতে পারলাম না। তাই শুধু ডাউনলোড লিংক-ই দিলাম। মিনারের গানটা নিয়ে একজন একটা পোস্ট দিয়েছিল।

জানার পরেও আমি আবার দিলাম। সাদা রংয়ের স্বপ্নগুলি - মিনার তুমি চাইলে বৃষ্টি, মেঘও ছিল রাজি অপেক্ষা শুধুই বর্ষনের মাতাল হাওয়া বইছে দূরে পাখি গাইছে গান বৃষ্টি তোমার আহ্বান সাদা রঙের স্বপ্নগুলো দিলনা গো ছুটি তাইতো আমি বসে একা ঘাসফুলেদের সাথে আমি একাই কথা বলি ঘাসফুলগুলো সব ছন্নছাড়া তুমি চাইলে জ্যোৎছনা, স্বপ্নীল কোন এক রাতে আকাশটা ঘিরে প্রার্থনা চাঁদটা বলবে হেসে, জ্যোৎছনা এলে শেষে জানিয়ো তোমার অভ্যর্থনা সাদা রঙের স্বপ্নগুলো দিলনা গো ছুটি তাইতো আমি বসে একা ঘাসফুলেদের সাথে আমি একাই কথা বলি ঘাসফুলগুলো সব ছন্নছাড়া ডাউনলোড লিংক চাইনা মেয়ে - হৃদয় খান (কেউ লিরিক্স দিতে পারলে দিন। পোস্টে এড করে দেব। ) ডাউনলোড লিংক

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।