আমাদের কথা খুঁজে নিন

   

মুঠোফোনে আমার মাতৃভাষার মুক্তি চাই



প্রযুক্তি এখন চলে এসেছে হাতের মুঠোয়, হাতের মুঠোয়ই চলে এসেছে ইন্টারনেট, কিন্তু তারপরও রয়ে গেছে বাংলা ব্যাবহারে সমস্যা- কেননা মুঠোফোন গুলতে Unicode ভিত্তিক বাংলার সুবিধা খুবই কম, যদিও গত বছরই নকিয়া তাদের ৩১১০ সেটে বাংলা পড়ার ও লেখার সুযোগ করে দিয়েছে, কিন্তু, তাদের symbian set গুলতে দেয়নি... যার কোনোই কারন নেই। যেহেতু already নকিয়া বাংলা ফন্ট & writing system তৈরি করেছে, তাই তারা চাইলেই এটা যেকোনো সেটে দিতে পারত...... কিন্তু, নকিয়া করল টা কি??, ওরা এই writing system টি তাদের তৃ্তীয় প্রজন্মের জাভা (s40) মোবাইল গুলোতে পর্যন্ত দিল না, তাও মানলাম... at least তারা ফন্ট টা তো দিলো...। কিন্তু, নকিয়ার বহুল ব্যবহৃত symbiam(s60) সেটগুলো কি দোষ করল?? সেটা তো বুঝতে পারলাম না... ওরা চাইলেই একটি software তৈরি করে এই সমস্রার সমাধান করতে পারত... জানি না সামনে করবে কিনা...... কিন্তু যেহেতু তারা ফন্ট & লেখার system তৈরি করে ফেলেছে, তাই নকিয়ার কাছে দাবি করছি, অবিলম্বে আমাদের সকলের নকিয়ার জন্য বাংলার ব্যবহারকে মুক্ত করে দিন... নকিয়াতে আমার মাতৃভাষার মুক্তি চাই...... খুব বেশি কিছু অথবা অযৌক্তিক দাবি করলাম কি??? New Nokia s40 – bangla readable ( both message & web browsing by opera mini 4 ) Nokia 3110 – bangla readable & writeable Nokia s60 2nd/3rd generation(nokia N & E series + 3250,5700,5800…) – No bangla at all !!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।