যে বিশ্বাস নিয়ে একটা ছোট্ট শিশু হেসে ওঠে তাকে পরে ছুড়ে দেয়া হলে, তেমনি বিশ্বাস আমি করি তোমাকে। আমি জানি তুমি দুঃখ কখনও দেবেনা আমাকে। আজকের প্রথম আলোতে পড়লাম , মুঠোফোনে প্রেমের পর মেয়ে সম্পর্ক শেষ করতে চাইছে বলে ছেলেটি মেয়েটির এলাকায় এসে তাদের প্রেমপত্র এবং মেয়েটির ছবি ছাপিয়ে বিভিন্ন জায়গায় বিলি করছিল। এমতাবস্থায় এলাকাবাসি ধরে ছেলেটিকে ভ্রাম্যমান আদালতের কাছে নিয়ে যায় এবং সেখানে ছেলেটির একমাসের কারাদন্ড হয়। আমার প্রশ্ন হচ্ছে, এই এক মাস পর কি হবে? ছেলেটি মেয়েটিকে ধর্ষন করে খুন করবে? নাকি এসিড ছুড়ে দেবে মেয়েটির গায়ে? আমাদের দেশে এর ব্যতিক্রম কিছু তো আশা করতে পারছিনা। এমন হওয়া কি সম্ভব যে ছেলেটি তার ভুল বুঝতে পেরে নিজেকে শুধরে নেবে? হায়রে দেশ! হায়রে এই দেশের বিচার ব্যবস্থা!!! Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।