মুশতাহির কল্পবাবু
এমনি করেই মিলিয়ে যাব তোর নয়নের মায়ায়
মিলিয়ে যাব নীহারিকায় কৃষ্ণবিবর ছায়ায়,
ঘাসফুলেদের দলে দলে, গল্পগাঁথার তলে তলে
মেঘের ছলে
সবুজ মাঠে, স্তব্ধ ঘাটে
অজ্ঞ লোকের ব্যস্ত হাটে
সাগর তটে
দৃশ্যপটে
মিলিয়ে যাব কোন খেয়ালে !
স্বপন জালে
না'য়ের পালে
খালে বিলে, শ্যামল-নীলে
ধূপের কোলে, মাঘের ভোরে
ঝরাপাতায় হাওয়ার তোড়ে
এমনি করেই হারিয়ে যাব জীবনস্রোতের ভেলায়
দীপের শিখায় মিলিয়ে যাব ইন্দ্রজালের খেলায়।
picture courtesy: http://i12.photobucket.com
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।