আমি গ্রাফিক্সের কাজ করি। ভাল লাগে তাই করি। আমার কাজ অনেকের কাছেই ভাল লাগে। যখন এটা ভাবি তখন খুব ভাল লাগে আমার। আমার কাছে অনেকই অনেক কিছুই করে দিতে বলে।
সব সময় মনে থাকে না কখন কে কি চাইল। তাই হয়ত কারটা করে দিলাম সে খুশী আর যাদেরটা করিনা তারা করলেন রাগ। না ভাই আমি কারো রাগ চাইনা। তাই ঠিক করলাম একটা লিস্ট করি তাহলে কার কি দরকার তা সহজেই মনে রাখতে পারব।
নিবিড় --> নাম দিয়ে একটি ওয়ালপেপার।
(করা হয়েছে)
নস্যরাজ --> নাম দিয়ে একটি ওয়ালপেপার।
সুরভিছায়া --> নাম দিয়ে একটি ওয়ালপেপার।
গিফার --> নাম দিয়ে একটি ওয়ালপেপার।
টুশকি --> নাম দিয়ে একটি ওয়ালপেপার।
দুঃখবিলাস --> নীল কাল বেকগ্রাউন্ড ওয়ালপেপার।
ড্রাকুলা --> হড়ড় পোস্টার
জানজাবিদ --> rifleman on horseback.
অ্যামাটার --> একটা থ্রি ডাইমেনশনাল চেস বোর্ড; লাইট স্কয়ারগুলো পুরা সাদা, ডার্ক গুলো কালো ছাড়া অন্য যে কোনও রং...ঘুটিগুলোর রংও যে কোনও...
নির্ঝরিন --> নাম দিয়ে একটি ওয়ালপেপার ।
মাকসুদ খান --> নাম দিয়ে একটি ওয়ালপেপার
digitalmen --> কিছু একটা।
নুর হাসান মুহাম্মদ তানভীর বলেছেন --> আমারে একটা মুখুশের ছবি আইকা দেন।
মুখুশের এক পাশে থাকে হাস্যকর চেয়ারা সাথে উথকন্ঠা জরিত ভাব, আর ডানে খাকবে ভাবল্যেশ মুক্ত সাভাবিকার মাজে একটা সমস্যা জরিত চেহারা।
নরকের পাপী --> আমার একটা দরকার।
খুবি দরকার!! নাম দিয়ে ওয়ালপেপার এবং লোগো! আপনার লোগোটার মতো ডার্ক অথবা ডার্ক আর্ট জাতীয় ব্ল্যাক এন্ড শেডের কাজ করা কিছু হলে ভয়ংকর রকমের ভাল হয়।
আপনারও কি কিছু দরকার ? লিস্টে নাম দিন (কি দরকার তার একটা বিবরণী সাথে দিন)
আমি অনুরোধ করার সাথে সাথেই কাজ হয়ত করে দিতে পারবনা । অবসরে বসে সবার অনুরোধের কাজ আমি আস্তে আস্তে করে দিব ইনশাআল্লাহ।
বি: দ্র: আমি শুধু গ্রাফিক্সের কাজ করে দিব, কোন স্কেচ না ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।