আমাদের কথা খুঁজে নিন

   

একটি লিস্ট

নাদিয়া জামান আমার কিছু দরকারি জিনিস কেনা প্রয়োজন , নিত্য প্রয়োজনীয় দরকারি জিনিস । অনেক দিন থেকে ভাবছি কেনার কথা কিন্তু জানিনা কেন হয়ে উঠছেনা ... হাজার ব্যস্ততাকে ছুটি দিয়ে, আজ লিস্ট করতে বসলাম কি কি চাই আমার ? সুখ ! খুব বেশি প্রয়োজন নেই খানিকটা হলেই আমার মাস চলে যাবে ; আমি ভীষণ মিতব্যয়ী, তাই অল্প অল্প করেই খরচ করব । দাম কেমন পরবে কে জানে ! একটা মাটির ব্যাংকে কষ্ট জমাচ্ছি অনেক দিন থেকে , সুখ কিনবো বলে । ওহঃ আরেকটা জিনিসের কথা ভুলতেই বসেছি ... স্বপ্ন ! কিছুটা স্বপ্ন আমার না কিনলেই নয় । সেই কোন কালে ফুরিয়ে গেছে ওগুলো তারপর আর নতুন করে কেনা হয়নি , যে করেই হোক দু মুঠো স্বপ্ন এবার আমার চাই ই চাই ।

স্টোর রুমে একটা মরচে পরা ট্রাঙ্কে বহু দিন আগের কিছু দুঃখ জমানো আছে ; স্বপ্ন বিক্রেতাকে গছাতে পারব কিনা তাই ভাবছি , হয়তো বলে বসবে ... এত পুরনো দুঃখে চলবেনা, নতুন নিয়ে আসুন । অল্প একটু খুশি ও কিনব ; ফ্রজেন করে রেখে দেব সামনের বছরের জন্য । কিছুটা স্বাচ্ছন্দ্য, কিছুটা আনন্দ আর ... আরও কি কি যেন দরকার এখন ঠিক মনে পরছেনা । এসব দরকারি জিনিস কেনার জন্য যতটা হতাশা,বেদনা আর অশ্রু প্রয়োজন তা এখনও জমাতে পারিনি । আমার কিছু দরকারি জিনিস কেনা প্রয়োজন কবে কিনতে পারব জানিনা শুধু লিস্ট ই তৈরি করে যাচ্ছি ।

 ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.