আমাদের কথা খুঁজে নিন

   

বহুদিন একুশে গ্রন্থ মেলায় যাই নাই।

কাঙাল জানিয়া বাবা দিও দরিশন, অধম জানিয়া বাবা দিও দরিশন.....

দীর্ঘ প্রায় একযুগ হবে হয়ত ঢাকা যাওয়া হয় নাই। এই সময়ে হয়েছে ঢাকা মেগাসিটির অনেক পরিবর্তন। তবে বই মেলায় যাই নাই তাও প্রায় আঠারো বছর। তবে দেশেই ছিলাম। প্রয়োজন পড়েনাই তাই যাওয়া হয় নাই।

সেবা প্রকাশনীর বই ছিল আমার প্রধান আকর্ষন। অনুবাদ গ্রন্থ এবং সাইন্সফিকসন বইয়ের প্রতি আমার ছিল দুর্বলতা । জানিনা এই বই মেলায় ও যেতে পারব কিনা। আমার বয়সের অনেকের লিখা বেরিয়েছে। বর্তমান প্রজন্মের উপযোগী অনেক লিখা হয়তো আমাদের কাজে আসত।

কিন্তু ঢাকা যাওয়া হয় না । তাই আমার অনেক বই দেখা হয় নাই । এমন কি মলাট ও দেখতে পারি নাই। এক সময় শুধু বই মেলাকে টার্গেট করেই ঢাকা যাওয়া হতো। এখন পারিনা।

দৈনিক পত্রিকায় চোখ বুলাই অথবা চ্যানেল আই এর বই মেলা উপলক্ষে প্রচারিত সরাসরী অনূষ্ঠানে কিছু বই সম্পর্কে ধারনা নেই। এই হলো আমার দীর্ঘ বই মেলার প্রতি ভালোবাসা। অনেক দুর থেকেই বই মেলার সফলতা কামনা করি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।