হঠাৎ শুন্যতা ...................
আমরা তার জীবদ্দশায় তাকে সম্মান জানাতে পারিনি। এ বড় লজ্জার। তার মত ভীনদেশী আনেক পরোক্ষ মুক্তিযোদ্ধা যুদ্ধ করেছেন ১৯৭১ বিশ্বব্যাপি বাংলাদেশকে প্রতিষ্ঠা করার জন্য বিভিন্ন ভাবে। রাজনৈতিক ভাবে কবে আমরা তাদের সম্মান জানাতে পারব জানিনা, তবু পরবর্তি প্রজন্ম কি পারিনা এই ভিনদেশী সহমর্মীদের খুজে বের করে জাতীর পক্ষ থেকে নন্যত্তম সম্মান জানাতে? ৩৮ বছরের অবহেলার অন্ধকার থেকে ফিরে আসার দায়িত্ব এখন আমাদের কাধেই।
আমি খুদ্র...স্বপ্ন দেখি... দেশের সকল প্রজন্মের শিল্পিরা-আমজনতা এই সকল ভিনদেশী সহমর্মীদের খুজে বের করে জাতীর পক্ষ থেকে সম্মান দেখাবেন...
কারো সাথে কি মিলে গেল আমার দেখা স্বপ্ন? সকলের মিলিত স্বপ্নে-ঐক্যে কিন্তু কেদিন এই দেশ স্বাধীন হয়েছিল। আমার বিশ্বাস সেই স্বপ্ন-ঐক্য প্রজন্ম থেকে প্রজন্মে প্রবাহিত হচ্ছে বলেই বাংলাদেশ আজো টিকে আছে...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।