আমাদের কথা খুঁজে নিন

   

ভাষা আন্দোলনকারীদের পরিচয়



ভাষা আন্দোলনে অংশগ্রহনকারী প্রতিটা মানুষের নাম আছে এমন কোন লিংক কি কারো জানা আছে ??? জানা থাকলে এখানে লিখুন.... আমি লিংকটা প্রিন্ট করব.... লিংক না থাকলে কোন বই এ পাব সেটা জানালেও হবে... এবারের বইমেলায় সম্ভবত আমি কোন গল্পের বই কিনবো না, কারন ওটা তো সারাজীবন কিনলাম........কিন্তু ভাষা শহীদদের নিয়ে বইমেলায় আজ পর্যন্ত কোন বই কিনলাম না..... তাই মহান সেই ভাষা সৈনিকদের নিয়ে আপনারা যে যেই বই এর নাম জানেন আমাকে জানান ( প্রকাশনা প্রতিষ্ঠান সহ হলে ভাল হয় )........ আমার কাছে কিছু বই আছে কিন্তু আরো কিনতে চাই............. আর হ্যা, কারো পিতা / মাতা / কোন আত্মীয় ভাষা আন্দোলনকারী হলে তাও লিখুন.... বাংলা ভাষা, আমাদের দেশ, প্রত্যেকটি বাংগালী তাদের কাছে ঋণী অনেক....... রাজাকার গুলোর অপচেষ্টা ১৯৭১ এ ব্যর্থ হয়েছে.....ভবিষ্যতেও হবে.....আন্দোলন করেই যে অধিকার আদায় সম্ভব তা আমরা প্রথম বুঝতে পেরেছিলাম ভাষা আন্দোলন এর সময়ই........ উনাদের প্রতি আমার অসীম শ্রদ্ধা থাকলো.....আপনারা আজ যে যেখানেই থাকেন না কেন সৃষ্টিকর্তা আপনাদের মঙ্গল করুক...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.