আমাদের কথা খুঁজে নিন

   

ভালবেসে বিয়ে করে সাদিয়া আজ বন্দি

কোথাও যদি হারিয়ে আমি যাইগো কোন দিন , যেও ভুলে , আমায় যেও ভুলে

১৯ বছরের সাদিয়া। লন্ডন থেকে ইতালী তে ঘুরতে আসা পাকিস্থানী ছেলে জামিল কে প্রথম দেখায় ভাল লেগে যায়। সেই ভাল লাগা থেকে প্রেম আর বিয়া। কিন্তু আজ সাদিয়া তার জীবন নিয়া সংকিত। পাকিস্থানী মেয়ে সাদিয়া পরিবারের সাথে ইতালীর ব্রেশিয়াতে বাস করত।

স্থানীয় স্কুলের যথেষ্ট ভাল ছাত্রী ছিল(ইতালীতে স্কুল শেষ করতে প্রায় ২০ বছর পেরিয়ে যায়)। জামিল কে পালিয়ে বিয়ে করার কারণে তার পরিবার জোর করে পাকিস্থান পাঠিয়ে দেয়। তার সকল প্রকার ডকুমেন্টস কেড়ে নিয়েছে। যদি পালাবার চেষ্টা করে তাহলে তাকে হত্যা করা হবে বলে জানায়। ২০০৬ সালে ব্রেশিয়াতে আরেক পাকিস্থানী মেয়ে হিনাকে ইতালীয়ান ছেলেকে ভালবাসার কারণে মেরে বাগানে পুতে রেখে ছিল বাবা ও দুলাভাই।

ইতালীয়ান টিভি চ্যানেল ইতালীয়া উন র কাছে পাঠানো এক মেইলে সাদিয়া একথা জানিয়েছে। ইতালীয়ান একটি ব্লগ সাইটে তার ক্লাসমেট দের একটি ব্লগ থেকে আরও জানলাম যে জামিল তাদের সম গোট্রীয় না হওয়ার তারা সাদিয়ার বিয়ে মেনে নেবে না। এবং জামিলের পরিবারকে ও জীবন নাসের হুমকী দেওয়া হচ্ছে। বর্বর পাকিস্থানীরা আমাদের মা বোন দের সাথে ৭১ ্যে বর্বতা করেছে, আজও তাদের নিজের সন্তানদের প্রতিও কি তারা একই নিষ্ঠুর আচরণ করবে। তবে কি পাকিস্থানীরা জাতি হিসাবেই এরকম?


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।