আমাদের কথা খুঁজে নিন

   

দক্ষিন এশীয় টাস্কফোর্স ও জামায়াত

বিবেক খাটাই

বর্তমানে জামায়াতের আমীরের টাস্কফোর্স বিষয়ক মন্তব্য খুবই হইচই ফেলে দিয়েছে। কেউ কেউ এটাকে জামাত ভয় পেয়েছে বলে মন্তব্য করছে। আসলে কি তাই.... এখন তো শুধু জামাতিরা গাঁ বাঁচাতে ব্যস্ত,কয়েকদিন পর দেশের জন গনও গাঁ বাচাতে ব্যস্ত হয়ে পড়বে। বিদেশী সৈন্যরা যে কখনও দেশের কল্যান বয়ে আনে না,তার প্রমান তো ইরাক ও আফগানিস্তানে আছে। তারা নিজের দেশের চোর তাড়াতে গিয়ে সন্ত্রাসীদের আশ্রয় নিয়েছিল।

এখন সেই বন্ধুরাই তাদের রক্ত নিয়ে হোলি খেলছে। নাকি সেখানে আমেরিকার সৈন্যরা সাদ্দাম হোসেন ও তালেবান সরকারকে হটিয়ে ভালো কাজ করেছে। ভাল কাজটি হচ্ছে নিরাপরাধ ও বেসরকারী লোকদের হত্যা করা। একটি প্রবাদ সারা বিশ্বে প্রচলিত আছে যে,আমেরিকা ও ভারত যার বন্ধু তার শত্রুর প্রয়োজন পড়ে না। তাই জন্গি দমনে টাস্কফোর্স ব্যবহার করার আগে আরেকটু চিন্তা করা উচিত বলে মনে করি।

তাই জামাত যদি দেশের বৃহত্তর স্বার্থে এ কথা বলে থাকে তা হলে খারাপ কি বলেছে। একাত্তুরে যদি আপনাদের দৃষ্টিতে জামাত ভূল করে থাকে, তাহলে এখন জামাতকে দেশের কল্যানে চিন্তা করতে দিন। কারন তারা ও তো দেশের একটা অংশ, হোক ছোট। তারা ক্ষতি করলে তো দেশের ই ক্ষতি হবে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.