আমাদের কথা খুঁজে নিন

   

আরেকটি ভাঙনের আগে



দূরে থাকো। আয়ত্ব করো উৎকীর্ণ আঁধার। আর সমূল সকালগুলোকে তুলো রাখো হাতের মুঠোয়। কেন নেই সেই গান , কেন নেই বিন্যাসিত ক্রন্দনের বাতি; জেনে নিতে খুলে দ্যাখো পরিশুদ্ধ মানববিধান! এখানে প্রস্থান নেই। আছে ফেরার প্রত্যয়।

তাই দূরে থাকো,ফিরবে বলে। দূরে থাকো। দ্যাখো মনের সংসদে বসে মৌমাছিরা কি আনন্দে সাজায় সংসার। বিন্দু ফুলের রেণু চাক বেঁধে তুলে রাখে ঘরে। আরেকটি ভাঙনের আগে,প্রেম ও জেনে যায় তার প্রান্তপরিণাম ! নক্ষত্রের বেলা ছুঁয়ে রাত নামে আলোর বাহুতে।

তাকেও জড়ায় নদী,বিভাজিত স্রোতসমগ্রে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।