সামুব্লগ মাঝে মাঝে ঝিমিয়ে পড়ে।
তখন ডাক পড়ে সামুর প্যাকেজ নাটক রচয়িতাদের। অফিসে বা বাসায় নানা কাজের ফাঁকে, ইতিউতি ফোন আর মেইল চালাচালি করে দ্রুত সিদ্ধান্ত হয়, কিভাবে আবার সামু জমিয়ে তোলা যায়।
সবচে কার্যকর উপায়, কাউকে ব্যান করা।
তবে সবার চামড়া সমান মোটা নয়, কেউ কেউ আছে সেফ থেকে জেনারেলে গেলেই আন্দোলন শুরু করে দেন।
তাদের ওয়াচ করা মানে কেয়ামত।
তখন কেয়ামত ( ) ফাংশনটিকে কল করা হয়। ডানে বামে কয়েকজনকে জেনারেল বা ওয়াচ করা হয়।
পড়তে থাকে পোস্টের পর পোস্ট। ব্লগ জমে ওঠে।
নাট্যকার খুশি, মালিকও খুশি। কফির আসরে নাট্যকারের পাতে টফিও যোগ করা হয়।
তবে যারা একটু ঝুনা, তাদের নিয়ে সমস্যা। তারা এইসব রচিত নাটক চায় না, তারা চায় স্বাভাবিক সিনেমা।
কাজেই মেঘ ওয়াচ হলেই কি, আর আসিফ রহমান জেনারেল হলেই কি।
সবই নাট্যকারের খেল। বাকি সবাই ডুগডুগি হাতে বানর।
এই বালতু নাটকের অবসান হোক। ত্রিভুজকে সামুতে ফিরিয়ে আনা হোক। ছাগু ন্দানোর নানা রঙের দিনগুলি ফিরিয়ে দেয়া হৌখ।
ত্রিভুজ সামুব্লগের প্রাণভোমরা (প্রাণছাগু আসলে), সে বিনে সকলই পানসে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।