আমাদের কথা খুঁজে নিন

   

আমার শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৭তম উপাচার্য



আমার শিক্ষক অধ্যাপক ড.আবু আহসান মোহাম্মদ সামছুল আরেফিন সিদ্দিক ( আ, আ, ম, স, আরেফিন সিদ্দিক ) প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত বাংলাদেশের প্রাচীনতম ও বৃহত্তম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্বদ্যালয়ের ২৭তম উপাচার্য নিযুক্ত হয়েছেন। তাঁর ছাত্র হিসেবে আমি গর্বিত। স্যারের সাফল্য কামনা করছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে স্যারের নামটি যে গর্বিত তালিকায় যুক্ত হলো সেটি এ রকম-- ১. স্যার পি.জে. হারটগ ২. প্রফেসর জি. এইচ. ল্যাংলী ৩. স্যার এ. এফ. রহমান ৪. ড.আর. সি. মজুমদার ৫. ড. মাহমুদ হাসান ৬. ড. এস. এম. হোসেইন ৭. ড. ডাবলইউ. এ. জেংকিনস ৮. বিচারপতি মুহাম্মদ ইব্রাহিম ৯. বিচারপতি হামুদুর রহমান ১০. ড. মাহমুদ হুসেইন ১১. ড. মো. ওসমান গনি ১২. বিচারপতি আবু সাঈদ চৌধুরী ১৩. ড. মোজাফফর আহমেদ চৌধুরী ১৪. ড. আবদুল মতিন চৌধুরী ১৫. প্রফেসর মুহম্মদ শামসুল হক ১৬. ড. ফজলুল হালিম চৌধুরী ১৭. ড. এ. কে. এম. সিদ্দিক ১৮. ড. মো. শামসুল হক ১৯. প্রফেসর আবদুল মান্নান ২০. প্রফেসর এম. মনিরুজ্জামান মিয়া ২১. প্রফেসর এমাজ উদ্দিন আহমদ ২২. প্রফেসর শহীদ উদ্দিন আহমেদ ২৩. প্রফেসর এ. কে. আজাদ চৌধুরী ২৪. প্রফেসর আনোয়ারুল্লাহ্ চৌধুরী ২৫. প্রফেসর এ. এফ. এম. ইউসুফ হায়দার ২৬. প্রফেসর এস. এম. এ. ফায়েজ ২৭. প্রফেসর ড. আ. আ. ম. স. আরেফিন সিদ্দিক

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.