তরুণ ব্লগার ০১৭১৯২৩২০১২
শোন একটু দাঁড়াও একটি কথা শুনে যাও
যে কথা বলতে বলতে বলতে.......শেষ হবে না,
তারপরও বলে যাব অবিরত................!
শুনতে হবে তোমাকে বুঝতে হবে সবি, তবে
একটু দাঁড়াও, একটি কথা শুনে যাও!
বেলা, অবেলা, কালবেলা সবি বুঝবে তুমি
কথাটির মধ্যে ফুটবে এগুলোর মর্মবাণী,
কাল হবে না আর কোন দিন...............
আজ রয়ে যাবে একদিন! বয়ে যাবে সারা বেলা
শেষ হবে যে দিন! তবুও ........
একটু দাঁড়াও একটি কথা শুনে যাও।
শোন আমার কথা যদি শেষ না হয়
অপেক্ষা করে দাঁড়িয়ে থেক একটু
শেষ দিনে এসে বলে যাব তোমাকে
যা বলতে পারিনি আজ এই শুভক্ষনে।
সে দিনের সেই শেষ বেলাতে
গাঙ্গ চিল শালিকের বেশে
বলে যাব সবি তোমাকে........!
শোন একটু দাঁড়াও একটি কথা শুনে যাও
আমার এই কথা গুলো যদি আঁচর কাঁটে
তোমার হৃদয় তরীতে-তরঙ্গায়ীত করে তোমাকে
যদি কড়া নারে মন-মন্দিরে, তবে............
শুন একটু দাঁড়াও একটি কথা শুনে যাও......... ?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।