/
এইবার বড় ভাইসাহেব সিলেট ঘুইরা আসছেন। তাহার ঢাউস পেটটায় রাজ্যির সত্যি ঘটনা বাবুম বাবুম ফুটতাছে। বুঝলাম খবর আছে। কান পইঁচা গন্ধ না হওয়া পর্যন্ত জানি আমাদের বাঁচন নাই। ভাইসাহেবের সমস্ত ঘটনা বড়ই আশ্চার্য, বড়ই বিচিত্র।
তাহার আবার জনাকয়েক শিষ্যও আছে। বেশিরভাগই চুপচাপ শুইনা যায়। হইতে পারে কাহিনী শুইনা থম মাইরা যায়। বেশি ভ্যাবাচ্যাকা খাইলে যেরম অবস্থা হয় ঠিক ঐরম। কিন্তু সক্কলে এক রকম না।
একটা আছে, ইট্টু ত্যাড়া। ভাইসাহেব পইড়লো তার সামনে। ত্যাড়ার সামনে তার স্টার্ট বাটন অটো চিপ হইয়া গেল।
জানেন, সিলেট গেছিলাম। অনেক দিন পর বোয়াল মাছের স্বাদ পাইলাম।
এইখানে চাষের রুই ছাড়া কোন মাছ নাই। কিন্তু ওইখানে বাজারে দেখলাম বড় বোয়াল। কিনলাম। ভাবতেও পাইরবেন না কত্ত কম দামে কিনছি ! পেটের মইধ্যে আঠাইশ কেজি ডিম। সে কি স্বাদ !
ত্যাড়া সাথ্যে সাথ্যে ধইরলো, অত্ত বড় মাছ একা খালিন কিভাবে ? আমাদের জন্য কিছু পাঠায়ে দিতেন।
সস্তায় বড় মাছ খাওন যাইত ! ভাবি কি সাথে ছিল ?
না। বললাম। গেল না। জার্নি কইরতে ভাল্লাগে না।
ইস ! উনি মিস করলেন !
আমিও আপনাগো মিস করছি।
সব সময় ভাবছি কিছু মাছ নিলে ভাল হইত। কিন্তু বরফ দিয়া আনার ব্যবস্থা ছিল না। খুঁজছি। পাই নাই। আর জানেন ! ওরা না কৈ, মাগুররে মাছ মনে করে না।
কয় বিলের মাছ। তেমন খায় না। আমি দেইখা বলি, আরিব্বাপ ! এত বড় কৈ ! নিজের হাতে ভাজলাম। বেশি পিঁয়াজ আর মসলা কষাইয়া গায়ে গায়ে মাখা।
শুইনাই জিভে পানি আইসা পড়ছে।
ইস ! বড় কই মাছের দোপেঁয়াজি।
ওই খানে বহুত বিল। বিল ভইরা মাছ। বিলে বড়শি পাতবেন আর মাছ উঠবো। পাতবেন আর মাছ উঠবো।
ত্যাড়ায় এইবার ভাল সুযোগ পাইছে। কইলো, তাইলে তো ভালই হয়। একটা বড়শি নিয়ে যাইব, বড়শি ফেলিব আর মাছ ধরিব, বড়শি ফেলিব আর মাছ ধরিব। মিনিটে মিনিটে মাছ উঠলে সারা বচ্ছরের মাছ এক সাথে ধইরা আনা যাইবে। আর এত্ত দাম দিয়ে কেনা লাগবো না।
ভাই, আপনি এইবার সিলেট গেলে আমাকে লয়ে যাবেন।
ভাইসাহেব কয়, যাওয়া যায়। দুই জনের এক সাইথ কামকাইজ ফেইলা যাওয়া খুব কঠিন কারবার।
ত্যাড়ায় চেষ্টা ছাড়ে না। মাছ খাইবার এত্ত বড় সুযোগ হাত ছাড়া করা ঠিক হইবে না।
যাইবই যাইব।
ভাইসাহেব মিনমিন করে, আবার যে কবে যামু কেডায় জানে!
ত্যাড়া অন্য পথ লয়। হু। আপনার বড়শী আছে ? আমার আবার মাছ ধরার সখ।
ভাইজান খুশি হইয়া লাফ দেয়।
কি কন ! আমি বাংলাদেশ এংকরস এসোসিয়েশনের মেম্বার। আমার কাছে বড়শি থাকবো না!
বড়শি থাকিলে মিরপুর লেকে মাছ ধরিতাম। আগামী শুক্রবার লেকে মাছ ধরা হইবে। আমাকে একটা ভাল কাস্টিং ছিপ দিবেন।
হায় ! হায় ! আপনার বড়শি লাগব অখন ! আমার অনেক গুলা ছিপ।
আহারে কি কইরলাম ! ওই গুলা মনভুইলা আমি সিলেট রাইখা আইছি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।