আমাদের কথা খুঁজে নিন

   

আমি বাংলাদেশি .........ইনডিয়ান নই ( ২য় পর্ব)

ফাঁকি মারলাম

১ম পর্ব লাইফ স্টাইল -- আমাদের বিশ্ববিদ্যায়ে ইনডিয়ান স্টুডেন্ট দের সাথে আমাদের জীবনযাত্রাতেও অনেক পাথর্ক্য রয়েছে। একটা ১ বেডরুমের এপার্টমেন্টে তারা ৬ জন থাকে । যদিও সেখানে ২ জনের বেশি থাকার অনুমতি নেই । সেকারণে তারা পালা করে রাত্রি যাপন করে বাসায় । সপ্তাহে কদিন প্রথম ৩ জন বাসায় থাকে আর বাকি ৩ জন লবি ,ল্যবরেটরি কিংবা টিচিং এসিসটেন্ট রুমে রাত কাটায় ।

বাকী দিন গুলি অন্য ৩ জন বাসায় থাকে বাকীরা সেভাবে যে যার মত বাইরে থাকে। এখন কথা হল যে যেভাবে থাকার থাকবে সেটাতে আমার কি ?উনারা কি আমার টা খায় না পড়ে?সমস্যাটা কি এখন বলি --- আমি ফ্লাট ভাড়া নিতে গেলাম আমি আর আমার বন্ধু আমরা ২ জন একটা ১ বেডরুমের বাসা নিব । ঐ এপাটমেন্টের ম্যানেজার আমাদের ভাড়া দিল না কারণ ইনডিয়ান ছাত্রদের নাকে এরকম ১ বেডরুমের ফ্লাটে ৮ জন(!!!) কে থাকতে দেখে হাতে নাতে ধরেছে সে। আমি অনেক করে বুঝালাম ভাই আমি ইনডিয়ান না আমি বাংলাদেশি । ওরা আর আমরা এক না ।

কিন্তু সে শুনলইনা। তাই কম খরচের ফ্লাট টিও পাওয়া হল না আমাদের । তাদের জন্মদিন পালন--- পরে আমরা একটা ফ্লাট ম্যানেজ করলাম ক্যাম্পাস থেকে একটু দূরে। ২ সপ্তাহ পরে হঠাত শুনলাম বাইরে ইনডিয়ান স্টুডেন্টদের হাউকাউ। উকি দিয়ে বাইরে তাকালাম ।

দেখি একদন ভারতীয় ছেলেমেয়ে একটা ছেলের জন্মদইন পালন করছে। ভাল কথা । জন্ম হলে জন্মদিন তো হবেই । এরপর ঘটল আসল ঘটনা .....একে একে তারা ১২ টা ১ মিনিটে বার্থডে বয়ের গায়ে ডিম ছুড়ে দিল,তারপর রান্ণা করা সবজিও গায়ে ঢেলে দিল, কেউ কেউ কেক মাখালো ,আরো অনেকে বিয়ার আর নানা রকম মদে সিক্ত করল ছেলেটকে । এই পর্যন্ত ঘটনা থাকলে আমার এই পোস্ট লিখতে হত না ।

এরপরে কি হল বলি । এই মাখামাখি হচ্ছিল আমাদের ফ্লাটের বাইরে সুইমিংপুলের পাশে । আমি অবাক হয়ে দেখলাম তারা ঐ সবজি আর ডিম মাখানো ছেলেটাকে সুইমিংপুলে ফেলে দিল !!!........সুইমিংপুলের পানি কি আর পানি থাকলো? ফলাফল-- পরের দিন ম্যানেজার সুইমিংপুল বন্ধ ঘোষনা করল আর টিউব যা ছিল সেগুলো সরিয়ে নয়ে গেল । আমাকে দেখলেই দেখতাম কেমন কেমন ভাবে তাকাতো .........তাকে পরে বুঝিয়েছি ..আপা আমি ইনডিয়ান নই আমি বাংলাদেশি চলবে........

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.