জন্মে ছিলাম যে নদীর পাড়ে সেই নদী আজ সাগর বক্ষে...
ছোড় বেলায় হতরিকায় লেকবার শখ ছিলো, কিন্তু আঁর মতো মূরুক্ষ ষুরুক্ষ মাইনষেরে
কেউ এক হইসার দাম ও দিতো না! ব্যকে আঁরে লই ট্টিকারি করতো কইটো হ্যটে কি লিকবো যাক সে সব কতা। তয় এত মাইনষের ভিতর ও গেঁরামের একটা হোলা আচিলো
যে মাইষেরের হেলিপ করতো, হেরে একদিন মনে দুঃখের কতা কইলাম আর কি। তয় গেরামের সে হোলায় কইলো পত্রিকার মতো তবে কাগজের পত্রিকা না এমন জায়গায়
লেহা যায় মনের মতো কইরা। হেইড়ারে আংরেজিতে কয় ব্লগ...
এভাবে এখানে আসা সবাই আঁর লায় দুয়া করবেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।