অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কারের জন্য নমিনেশন লিস্ট প্রকাশিত হয়েছে ক'দিন হল। স্বাভাবিক ভাবেই এই লিস্ট অনেক দর্শকের মন ভেঙ্গেছে বিশেষ করে থ্রিলার দর্শকদের। লিস্টে নেই দি ডার্ক নাইট মুভি, যদিও সবচে আয় করেছিল মুভিটি। ঠিক তেমনি নেই অ্যানিম মুভি ওয়াল ই। তারে জমিন পার ও নেই, অবশ্য এর পেছনে আমির খানের উদাসীন্যকে দায়ী করছেন কেউ কেউ।
দেখে নেয়া যাক, সেরা মুভির জন্য লড়াই করছে কোন পাচটি মুভি।
১. The Curious Case of Benjamin Button
মোট বারোটি শাখায় নমিনেশন পেয়েছে মুভিটি, অন্যান্য পুরস্কার জিতেছে তিনটি। পরিচালক ডেভিড ফিন্চার পরিচিতি লোক, বানিয়েছেন প্যানিক রুম, সেভেন নামক পরিচিত মুভিগুলো। অস্কারের জন্য এর আগে একবার নমিনেশন পেলেও জিতেন নি। তবে প্রযোজকরা এর আগে অন্তত চারটে মুভির জন্য নমিনেশন পেয়েছিলেন, জিতেননি তারাও।
ব্রাড পিটের অসামান্য অভিনয় আর মেকাপ মুভিটাকে এই প্রতিযোগিতায় নামতে সাহায্য করেছে। এখানে বেন্জামিন হল প্রথম বিশ্বযুদ্ধের সময়কার এক ব্যাক্তি যার কিনা সময়ের সাথে সাথে বয়স কমতে থাকে। মেকাপের জন্য ব্যাপক আলোচনায় এসেছে মুভিটি। বিশেষ করে শোনা যায়, ব্রাড পিট প্রতিদিন পাচঘন্টা মেকাপরুমে কাটিয়েছেন শুটিংএর আগে।
২. Frost/Nixon
১৯৭৪ এ প্রেসিডেন্ট নিক্সনের প্রেসিডেন্টের পদ থেকে সরে যাওয়ার পরবর্তী সময়ের ঘটনা।
বহুদিন আড়ালে ছিলেন তিনি, কিন্তু টিভি টকশো উপস্থাপকের সাথে সাক্ষাৎকার দিতে রাজী হন তিনি। আবার রাজনীতিতে ফিরে আসার জন্য দরকারী ছিল এ ধরনের একটি সাক্ষাৎকার। মোট পাচটি শাখায় নমিনেশন পেয়েছে এই মুভিটি। এর মাঝেই সাতটি বিভিন্ন পুরস্কার জিতে নিয়েছেন ইমাজিন এন্টারটেইনপরিচালক স্টিফেন ডালড্রি এখন পর্যন্ত কোন অস্কার জিতেন নি। দেখা যাক এবার কি হয়।
পরিচালক স্টিফেন ডালড্রি এখন পর্যন্ত কোন অস্কার জিতেন নি। দেখা যাক এবার কি হয়। মেন্ট নির্মিত এ মুভিটি। প্রযোজকরা এর আগে বিউটিফুল মাইন্ডের জন্য অস্কার জিতেছিলেন। নিক্সনের ভূমিকায় অভিনয় করেছেন ফ্রাংক ল্যাংলা।
পরিচালক রন হাওয়ার্ড বিখ্যাত লোক - এর আগে দুবার অস্কার জিতেছেন, একটি বিউটিফুল মাইন্ড।
3. MILK
মোট আটটি শাখায় নমিনেশন পেয়েছে ব্যাতিক্রম কাহিনীর এই মুভিটি। বিভিন্ন ক্ষেত্রে জিতেছে ১৫ টি। অবশ্য পরিচালক গাস ভন সান্ট এর আগে দুবার মনোনয়ন পেলেও জিততে পারেননি একবারও। অবশ্য প্রযোজক ড্যান জিন্কস এবং ব্রুস কোহেন এর আগে একই সাথে আমেরিকান বিউটি মুভির জন্য শ্রেষ্ঠ মুভির অস্কার পেয়েছেন।
শন পেন অভিনিত মিল্ক প্রথমবারের মতো নির্বাচিত গে যে সরকারী অফিসে যাবার সুযোগ পায়। বিশেষত: সমকামীদের অধিকার আদায়ে গুরুত্বপূর্ন ভুমিকা তাকে পরিচিতি লাভ করতে সাহায্য করে। মুভিটি নির্মান করেছে ফোকাস ফিচার।
4. The Reader
মোট পাচটি শাখায় নমিনেশন পেয়েছে এই মুভিটি। একই নামের বিখ্যাত উপন্যাস অবলম্বনে মিরেজ এন্টারপ্রাইজের নির্মান।
অভিনয় করেছেন কেট উইন্সলেট যার সেরা অভিনেত্রী হিসেবে অস্কার পাওয়ার সম্ভাবনা রয়েছে। পরিচালক স্টিফেন ডালড্রি এখন পর্যন্ত কোন অস্কার জিতেন নি। দেখা যাক এবার কি হয়।
নমিনেশন পাওয়ার আগে সেরা মুভির তালিকায় ততটা স্থান পায়নি দ্যা রিডার, বিশেষ করে ডার্ক নাইট থাকার পর। কাহিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালীন যুবক মাইকেল বার্গের যে হান্না নামক বই পড়ুয়া এক তরুনীর প্রেমে পড়ে।
কোন কারনে হান্না একদিন হারিয়ে যায়, আট বছর পরে দেখা হয় কোর্টরুমে, মাইকেল তখন নাজিদের ওয়ার ক্রাইম নিয়ে ট্রায়ালে উপস্থিত, ল'র ছাত্র হিসেবে।
5. SLUMDOG MILLIONAIRE
এ মুভি নিয়ে বেশী কিছু বলার নাই, এ পর্যন্ত বেশ কবার এই মুভি নিয়ে আলোচনা হয়েছে। ইন্ডিয়ান কাহিনী ড্যানি বয়েলের পরিচালনা। দশটি শাখায় নমিনেশন পেয়েছে এই মুভিটি।
এই পোস্টের জন্য নাফিস ইফতেখার ভাইকে ধন্যবাদ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।