আমাদের কথা খুঁজে নিন

   

আমি বাংলাদেশি .........ইনডিয়ান নই পর্ব--১

ফাঁকি মারলাম

আমেরিকা দেশে আসার পরে দেখি চারিদিকে ভারতীয়দের । এদের ক্যম্পাস জুড়ে আধিপত্য দেখে জীবন অতিষ্ট । আমি যেই বিশ্ববিদ্যালয়ে পড়ি সেখনে প্রচুর ভারতীয় ছাত্র ছাত্রী আছে। এরা মূলত দক্ষিন ভারতীয় মানে সাউথ ইনডিয়ান। শুরুতেই বলে রাখা ভাল যে আমি কিন্তু ভারত বিদ্বেষি নই ।

কিন্তু ভারতীর স্টুডেন্ট দের কিছু উদ্ভট আচরণ আমদের ভাবমূতি ক্ষুন্ণ করছে বিদেশী (মানে আমেরিকান)দের কাছে। ধারাবাহিক ভাবে এই বর্ণনা লিখে যাব। সবজির গন্ধ শুনতে খারাপ লাগলেও সত্যি যে গায়ে সবজির গন্ধ ভারতীয়দের প্রধান বৈশিষ্ট্য । এরা দুরে থেকে হেটে আসলেই গন্ধ শুকে এদের উপস্হিতি আপনি টের পেয়ে যাবেন। রান্না বান্না করে এরা ঐ পোষাকেই চলে আসে ক্লাসে ।

আশে পাশে মানুষ কি ভাবছে সেটা নিয়ে মাথা ব্যাথা নাই । আমি একবার আমার এক সহপাঠিকে গন্ধের জালায় টিকতে না পেরে বললাম তুমি কি রান্না করে এসেছ?গন্ধ আসছে সে নির্দ্বধায় বলল "হ্যা। আই ডোন্ট কেয়ার ডুড" কি আর বলব ঘটনা -২ আমি এখনাকার "অনার সোসাইটির" সদস্য হলাম ভাল জি. পি .এ রাখার সুবাদে। যথারিতী আমার সাথে কিছু ভারতীয় বন্ধুও হল। দেখলাম ৩ জন সুদর্শনা ভারতীয় কন্যা সুটেড বুটেড এক্সিকিউটিভ লুক নিয়ে এল সদস্য হবার দরুন।

কিন্তু মূহুর্তেই টের পেলাম সবজির আর রান্নর গন্ধ.. এখন আসল কথা বলি। ভারতীয়রা গায়ে শান মসল্লা আর সবজির গন্ধের যেটা নিয়েই ঘুরুক না কেন আমার সমস্যা টা কোথায় ??সমস্যা হল আমরা দেখতে ভারতীয়দের মত । তাই সবাই প্রথমেই ধরে নেয় আমিও ভারতীয় ..........সেখানে ইমেজ ঘটিত ব্যাপার স্যাপার থাকে । অন্য ইনডিয়ানদের দেখে আমাদেরও ওদের মত মনে করে মানুষজন। তাদের কাছে যে কতবার কত ভাবে বলি ---""ভাই আমি বাংলাদেশি , ইনডিয়ান না "" চলবে.....।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.