জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এসব কি হচ্ছে ? পর পর তিন শুক্রবার জুমআর নামাজে হাতাহাতি, মারামারি,জুতোজুতি করা হয়েছে।
এটা চলছেই। মনে হচ্ছে , এটা আরো চলবে।
একটি ধর্মীয় প্রার্থনার কেন্দ্রে এমন আচরণ খুবই বেদনাদায়ক। যারা এটা
করছে তারা সে বিষয়ে কোন গুরুত্ববোধই করছেনা।
আমরা জানি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন স্বয়ং প্রধানমন্ত্রী।
বায়তুল মোকাররম মসজিদের নতুন খতিব মওলানা সালাহউদ্দিন আহমদকে
নিয়ে বিতর্ক রয়েছে বলে , বলছেন এক গ্রুপ। তারা সমর্থন করছেন আগের ভারপ্রাপ্ত খতিব মওলানা নূরউদ্দিন আহমদকে।
আর অন্য পক্ষ বলছেন, যাকে দায়িত্ব দিয়ে খতিব করা হয়েছে, তাকেই মানতে হবে। এই নিয়েই চলছে মল্লযুদ্ধ।
আমি মনে করি, বিতর্কিত দুই মওলানাকেই বায়তুল মোকাররম থেকে
অব্যাহতি দিয়ে অন্যত্র সরিয়ে নেয়া হোক। নতুন খতিব নিয়োগ দেয়া হোক। প্রধানমন্ত্রী জাতীয় স্বার্থে , সকল হানাহানি অবসানের প্রয়োজনে
এমন সিদ্ধান্ত নিয়ে সাধারণ মুসল্লিদেরকে শান্তির সাথে নামাজ আদায়ের
সুযোগ দেবেন বলে আশা করছি ।
ছবি - দৈনিক ইত্তেফাক এর সৌজন্যে
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।