আমাদের কথা খুঁজে নিন

   

বায়তুল মোকাররমে ৫ জামাত অনুষ্ঠিত

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পবিত্র ঈদু-উল আযহার পাচঁটি জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল ৭টা থেকে শুরু হয়ে এক ঘণ্টা পরপর পাঁচটি জামাত শেষ হয় বেলা ১১ টায়। জামাত শেষে দেশ ও জাতির মঙ্গলকামনা করে বিশেষ দোয়া আদায় করা হয়। সকাল ৭টায় প্রথম জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মাওলানা মিজানুর রহমান। সকাল ৮টায় দ্বিতীয় জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মাওলানা এহসানুল হক। এরপর ৯টায় তৃতীয় জামাতে ইমামতি করেন দূর্বাতি আলেয়া মাদ্রাসার অধ্যক্ষ ড. মাওলানা নজরুল ইসলাম আল হারুন। সকাল ১০টায় চতুর্থ জামাতে ইমামতি করেন ইসলামিক ফাউন্ডেশনের ভাষা শিক্ষক মাওলানা মুহাম্মদ আবদুর রব মিয়া বাগদাদী। বেলা ১১টায় ৫ম ও শেষ জামাতে ইমামতি করেন ইসলামিক গবেষণা বিভাগের পরিচালক মাওলানা মুহাম্মদ সিরাজুল হক।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.