আমাদের কথা খুঁজে নিন

   

তাদের কোন রক্ষা নাই

ছবি নেট বঙ্গবন্ধুর বুক ঝাঝরা হয়েছে বুলেটের আঘাতে ফিনকি দিয়ে তারই তাজা রক্তে শিক্ত হয়েছে এই বাংলার মাটি মেজর জিয়া অপারাজেয় বীর মুক্তিযোদ্ধা যুধিষ্ঠির যে চট্টলায় ঘোষনা দিয়েছিলেন আমরা স্বাধীন আমরা বাংলাদেশী তাকে ও শত্রুর বুলেটে শহীদ হতে হলো সেই চট্টলায় বাংলার মাটি আবারো সিক্ত সবই নব্য রাজাকার কারসাজি তাই সকল মানুষের ঢল আজই হানাদারদের দোসর আর কে তাদের রক্ষাকর্তা ত্রাতা? এই দেশে সেই পাপিষ্ঠরা তাদের অপবিত্র আত্না দেহ নিয়ে বুক ফুলিয়ে হাটে বাংলার ঘাটে ঘাটে আর পবিত্র রাজপথে আজ সময় এসেছে তাদের প্রতিহত করার রাজাকার বধ করে নতুন কাব্য রচনার বজ্রহাতে হুংকারে তীব্র প্রতিবাদে তাদের করতে হবে দেশান্তর এই বাংলায় তাদের ঠাই নাই যারা একদিন এ দেশের মানচিত্র হননে তাদের কোন রক্ষা নাই এই আমাদের বাংলায় জনতার ঢল নেমেছে রাজপথে তার জোয়ার এসেছে শাহবাগে রমনায় তাদের মৃত্যু কামনায় মশাল হাতে আলোর মিছিলে গল্পে কবিতায় মিছিলে শ্লোগানে একটি দৃঢ় অঙ্গিকার ক্যান্সারমুক্ত দেহ চাই রাজাকার মুক্ত বাংলা চাই যুদ্ধাপরাধীদের মৃত্যু চাই তাদের বিচার হতেই হবে তবেই এদেশ স্বাধীন হবে বাংলা মায়ের সন্তানেরা সবাই মিলে লড়তে হবে এই লড়াইয়ে জিততে হবে এই লড়াইয়ে জিতবে যারা দেশ মাতার শ্রেষ্ঠ সন্তান তারা এই সময়ের মুক্তিযোদ্ধা তারা।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.