এক সময় বই ছিল আমার নিত্য সঙ্গী , অনেক রাত জেগে বালিশ নিয়ে উপুর হয়ে বই পড়তে পড়তে বুক ব্যাথা হয়ে যেত । পড়া শেষ হতো না । আজো বইয়ের কথা মনে হলে আমার বুকে ব্যাথা হয়, তাদের মলাটে ধুলোর আস্তর জমেছে বলে । বইয়ের পোকা থেকে এখন আমি ইন্টারনেটের পোকা ।
গোরস্থানের পাশেই আমার ঘর
প্রতিদিন দেখি খুড়িছে মানুষ মানুষেরই কবর ।
সদ্য মৃত মানুষটিরে রেখে
চলে যায় সবে, অতি দরদী হয়তো আবার দেখে ।
এখানেই শেষ জীবনের সকল পুজী
সারাটি জীবন কঠিন শ্রমে করেছিল যা রুজী ।
ঐ একটিবারের দেখা
চলে যায় সবে মৃতেরে রাখিয়া একা ।
কেউ দেখল না ভেবে
ঐ কবরে আমাকে ও যেতে হবে ।
হয়তো কাঁদবে কেউ উর্ধে দু'চারদিন
অশ্রুজলে ভাসায়ে মৃতের সকল চিন ।
ভাবেনা তারেও ভুলবে লোকে
মরণ সুপ্তি আসবে তারও চোখে ।
কেউ নেবে না খোজ
যাদের সাথে কান্না হাসি অহরহ প্রতিরোজ ।
ঐ কবরে তারেও রাখিবে যেখানে শুধুই মাটি,
লাশ হয়ে সেথায় সবাই যাবে হবে ক্ষণিকের কান্নাকাটি ।
শুনিবে শুধু কানে তারপর সব শেষ
সবাই যাবে সবার কাজে, সবাই হবে আবার নিরুদ্দেশ
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।