আমাদের কথা খুঁজে নিন

   

ভালবাসা পাপ হয়ে গিয়েছে, অভিযোগের ডানায় জল মেখে

শঙ্খপাপ আমার

১ ভালবাসা পাপ হয়ে গিয়েছে, অভিযোগের ডানায় জল মেখে; প্রাচীন লোমে বেহদ্দ মন ঢেলে। ভালবাসা কৈতর পালে- বাকবাকুম নাচে চোখের পাপোশ কার্নিসে। ২. পুড়ে যাবার চেতনা নিয়ে দাঁড়িয়ে থাকে এক বর্ণহীন সবুজ - অমোঘ কোরাস গায় বোবা ভাষা; পুড়ে পুড়ে যাবে তবুও জল ভিক্ষে দিয়ে যায় কেউ কেউ। ৩. সবিতার আশ্চর্য সন্তান হয়েছে- জল খায়, দুধ খায়; খাবার পান করে সবিতার দিনরাত্রি সুখে নেই একরত্তি। ৪. ঈশ্বর, জ্বলে তোমার অনেকখানি? আমার বুক রোদ্দুর হয়নি এখনো- জলে নামব আমি, গচ্ছিত ইবাদত ফিরিয়ে দাও। ৫-১. ভালবাসা পাপ হয়ে গিয়েছে, অভিযোগের ডানায় জল মেখে; প্রাচীন লোমে বেহদ্দ মন ঢেলে। ভালবাসা কৈতর পালে- বাকবাকুম নাচে চোখের পাপোশ কার্নিসে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.