বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না।
ঘটনাবহুল আটটি বছর পার করে আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে আজ শেষ দিন কাটাচ্ছেন জর্জ ডাব্লিউ বুশ, আগামীকাল নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন বারাক ওবামা। আট বছর আগে ক্ষমতা নেয়ার পর থেকে সমগ্র বিশ্বে সন্ত্রাস দমনের নামে নিজে যে সন্ত্রাসের রাজত্ব কায়েম শুরু করেছেন, তার জন্য সমগ্র বিশ্ববাসী তাকে ঘৃণাভরে স্মরণ করছে এখনও, যার সবচেয়ে উৎকৃষ্ট প্রমাণ কিছুদিন আগে ইরাকে এক সংবাদ সন্মেলনে মুন্তাজার আল জায়েদী নামের এক ইরাকী সাংবাদিকের দ্বারা বুশের দিকে জুতা নিক্ষেপের ঘটনা। জায়েদীর এই কাজই প্রমাণ করে যে বুশের সার্বিক কর্মকান্ডে অধিকাংশ মানুষ কত রুষ্ট ছিল। ১১ই সেপ্টেম্বরে আমেরিকার টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলার জের ধরে আল-কায়েদাকে দমনের উদ্দেশ্যে আফগানিস্তানে সন্ত্রাসী হামলা, ইরাকে অস্ত্র উদ্ধারের নামে এবং সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে ধরার নামে সমগ্র ইরাকব্যাপী ত্রাসের রাজত্ব কায়েম করা এবং সর্বশেষ ফিলিস্তিন অধ্যুষিত গাজায় ইসরাইলী হামলার পেছনে মদদ দিয়ে সমগ্র বিশ্বের কাছে একজন সন্ত্রাসী নেতা হিসেবে চিহ্নিত হয়েছেন তিনি।
তার এতসব কুকর্মের পরেও তিনি নিজেকে একজন সফল মানুষ হিসেবে উল্লেখ করেছেন কিছুদিন আগে দেয়া একটি ভাষণে, সেখানে তিনি বলেছেন, তার নেয়া সকল সিদ্ধান্ত সঠিক ছিল। তার এই দম্ভোক্তিই প্রমাণ করে, সমগ্র বিশ্ব তার বিপক্ষে থাকলেও তিনি তার গোঁয়ার্তুমিতে অটল ছিলেন তার শাসনামলে। তার বিভিন্ন কুকর্মের কারণে গত ৪৭ বছরের ইতিহাসে আমেরিকায় সবচেয়ে বড় অর্থনৈতিক ধ্বস নেমেছে, যার প্রভাব স্বভাবতই বাকী বিশ্বের ওপরেও পড়েছে। এখন দেখার বিষয় হচ্ছে নতুন প্রেসিডেন্ট বারাক ওবামা এই অর্থনৈতিক ধাক্কা কিভাবে সামাল দিতে পারেন। বারাক ওবামার কাছে আমেরিকাবাসীর পাশাপাশি সমগ্র বিশ্ববাসীরও প্রত্যাশা অনেক।
দেখা যাক তিনি এই প্রত্যাশা কতটুকু পূরণ করতে পারেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।