প্রথম ইউনিকোড ভিত্তিক অনলাইন বাংলা স্পোর্টস পত্রিকা মূল রিপোর্টটি পড়ুন এখানে
স্প্যানিস ফুটবল ফেডারেশন (আরএফইএফ) রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার পেপেকে দুই ম্যাচের জন্য বহিষ্কার করেছে। পেপের অপরাধ, বুধবারে ভিলারিয়ালের সাথে ১-১ গোল ড্রয়ের ম্যাচে রেফারির সাথে খারাপ ব্যাবহার করা।
রেফারির সিদ্ধান্তে হতাশ পেপে খেলোয়াড়দের প্রবেশ পথে তার ক্ষোভ প্রকাশ করেছেন বলে ম্যাচ অফিশিয়াল লুইস পারাদাস রিপোর্ট করেন। আরএফইএফ পেপের এই আচরনকে তাদের নিয়মের লঙ্গন হিসেবে আখ্যায়িত করে তাকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে।
আর লাল কার্ড পাওয়ায় এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন মেসুত ওজিল।
এদিকে ম্যাচে লাল কার্ড পেয়েও পার পেয়ে গেছেন সার্জিও রামোস। তার প্রতি প্রদর্শিত প্রথম হলুদ কার্ডটি তুলে নেওয়া হয়েছে।
কোচ হোসে মরিনহোও নিষেধের খাঁড়ায় পড়েছেন। তিনি সোসিয়াদের সাথের ম্যাচে নিষিদ্ধ হয়েছেন। আর ফিটনেস কোচ রুই ফারিয়া আগামী দুই ম্যাচে ডাগ আউটে বসতে পারবেন না।
গত চারমাসে চতুর্থবারের মতো নিষিদ্ধ হলেন এই ফিটনেস কোচ!
মূল রিপোর্টটি পড়ুন এখানে
আরো পড়ুন >> শুভ জন্মদিন সাকিব আল হাসান
পোলার্ড ঝড়ে নাকাল অস্ট্রেলিয়া
ভক্তকে ঘুষি মারলেন আফ্রিদী! (ভিডিও সহ)
গিলক্রিস্ট, একাধারে কোচ এবং অধিনায়ক!
অলরাউন্ডার ম্যাথিউসের বোলিং ক্যারিয়ার ঝুঁকিতে!
তেভেজকে সিটিতে ফিরে যেতে বলেছিলেন ম্যারাডোনা ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।