Abar
এই গল্পটা আতিক সাহেবের। আতিক সাহেব খুবই ব্যস্ত লোক। সকাল সাতটায় বের হয়ে বাসায় ফিরেন রাত সাড়ে বারোটায়। সপ্তাহের প্রতিটি দিন। নো স্যাটারডে, নো সানডে, এভরিডে ইস মানডে।
তিন মাস পর ১ দিনের জন্য ছুটি পেলেন আতিক সাহেব। ভদ্রলোকের বউ খুব খুশি, স্বামীকে নিয়ে আজ সে শপিং-এ যাবে। গেল। কেনাকাটা হল। তারা এবার গেল পপুলার রেস্টুরেন্ট এন্ড বার-এ লাঞ্চ করার জন্য।
একপাশে পুল খেলছে লোকজন। বলবয় এগিয়ে এল। ' কেমন আছেন স্যার?'
এই লোকটা তোমাকে চেনে? বউ একটু অবাক।
আরে, সন্ধার পরে তো আমাদের অফিসে ডিউটি করে ও। সপ্রতিভ হবার চেস্টা করছেন আতিক সাহেব।
ওয়েটার এগিয়ে এল। প্রতিদিন যা দেই, আজও কি তাই দেব, স্যার?
এই, তুমি কি প্রতিদিন আসো নাকি এখানে? ভাবি সাহেবা রেগে গেছেন এতক্ষনে। আতিক সাহেব উত্তর দেবার সময়ও পেলেন না, হাজির হল বারের গায়িকা মেয়েটি, বলা বাহুল্য, উইদ আ নাইস স্মাইল, হাই আতিক!
বউ তো রাগে ফেটে যাচ্ছে। আর থাকতে পারল না সে এখানে। উঠে গটগট করে বেড়িয়ে গেল।
তার পেছনে আতিক সাহেব দৌড় লাগালেন।
বাইরে বেরিয়ে আতিক সাহেব দেখলেন তার বউ ট্যাক্সিতে উঠে পড়েছে, চলা শুরু করেছে ওটা। দৌড়ে গিয়ে ডাইভ দিয়ে উইন্ডো গলে ট্যাক্সিতে উঠলেন ভদ্রলোক। ক্যাবওয়ালা ঘুরে তাকালো। বলল, ও স্যার আপনে? আইজকের মাইয়াটা তো খুব তেজী!!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।