সকল ব্লগার ও ভিজিটর যদি আমার ধারাবাহিক উপন্যাসটি পড়ে গঠনমূলক সমালোচনা ও পরামর্শ রাখেন কৃতজ্ঞ থাকব- এখন থেকে প্রতি শনিবার পর্ব পোস্ট করব--লেখক
দু:খ ভরা চক্ষু নিয়ে
তাকিয়ে থাকি পাতায়-
শত শত অবুঝ শিশু
জীবন দিচ্ছে গাজায়,
কী লিখব ভাবছি বসে
রক্ত ভেজা খাতায়।
কলম-চক্ষু কাঁদছে আমার
অবুঝ শিশুর জন্যে
কী দোষ ছিল ওদের
চলে গেল শূন্যে।
শত শত অবুঝ শিশু
জীবন পাতার বাঁকে
লিখতে পারেনি কিছু-
কী আর লিখবে ওরা
ইসরাইলের মরণ-হানা
ছুটছে ওদের পিছু।
পড়া-লেখা, খেলাধূলা
করবে কী আর ওরা
চোখের পাতায় মরণ-ভয়ের
নিত্য আনাগোনা ;
বুক কাঁপে দুরু দুরু
জড়িয়ে ধরে মা-কে
রক্ষা পায়নি শিশু-বুড়ো
মরছে ঝাঁকে ঝাঁকে।
ইসরাইল সেনা
হানছে হানা
হায়ানার বেশ ধরে ;
ওদের ভাষা
চাই না মানুষ ,
তাইতো গ্রেনেড ঝরে।
ইসরাইল সেনা রাখরে শুনে
বিশ্ব-বিবেক তাকিয়ে আছে,
হিসেব পাবি গুনে গুনে
শহীদ রক্তের আঁচে।
১৭-০১-০৯, ঢাকা
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।