আমাদের কথা খুঁজে নিন

   

ওয়াইম্যাক্স :: বিজ্ঞাপন::গাজার ফজিলত

www.theeconomist2011@yahoo.com

সম্প্রতি দেশের টিভি চ্যানেল গুলোতে অনবরত ওয়াইম্যাক্স এর একটি বিজ্ঞাপন দেখছি। যেখানে একজন ব্যবহারকারী এ্যাঞ্জেলিনা জুলিকে ডাউনলোড করার জন্য কমান্ড দিয়ে বসে আছে....................। অনন্তকাল পর ``বুড়ি এ্যাঞ্জেলিনা জুলি'' আসলো- ডাকারী(ডাউনলোডকারী) জুলিকে না চিনতে পেরে জিজ্ঞাসা করছে- তুমি কে? জুলি বলছে- আমি’ এ্যাঞ্জেলিনা জুলি, যাকে তুমি ডাউনলোড করছো। ----------------মোটামুটি এই হলো বিজ্ঞাপন। এবার দেখি গাজারুরা আমাদের কি শেখালো------- ডাউনলোডের গতি কম, তাই জুলির আসতে অনন্ত কাল ব্যয় হয়েছে, আসতে আসতে বুডি হয়েছে, ওয়াইম্যাক্স ব্যবহার করলে এমন হতোনা।

কিন্তু গাজারু বিজ্ঞাপন নির্মাতার কল্যাণে আমরা দেখলাম, যিনি ডাউনলোড করছেন, তার বয়স বাড়েনি, কোন পরিবর্তন হয়নি। ডাকারীর ক্ষেত্রে টাইম স্থির ছিল। এই ধরণের ধাপ্পাবাজির বিজ্ঞাপন যারা নির্মাণ করে -তারা কি পরিমান গাজা খায় যে, নিজের তৈরীতেই নিজে আটকা পড়ে। যে কোম্পানী বিজ্ঞাপনটি প্রচার করছে-তারা মনে করছে, ইন্টারনেট ব্যবহারকারীরা গর্দভ, তারা কিছু বুঝেনা। গাজার ফজিলত এত বেশী যে, এসব বিজ্ঞাপন- গাজারুরা আরেকদল গাজারুকে গছিয়ে দিয়ে প্রচার করাতে সক্ষমও হয়েছে।

দেশে বিজ্ঞাপনে কাজ করতে, অনেকে মডেল হতে, পাছার কাপড় সরাতেও রাজী আছে-এরকম দাবী করেন ঐসব গাজারু নির্মাতারা। আমাদের দুর্ভাগ্য যেসব বিজ্ঞাপন নির্মান ও প্রচার পাচ্ছে-তাতে আগামীতে লোহা খাওয়া, ফর্সা হওয়া লোকের অভাব হবেনা। সারাদেশ হবে আরো ফর্সা উজ্জ্বল, মসৃন, কোমল। মোবাইল কোম্পানী গুলো এখন দেশপ্রেমের দোকানদার, স্বাধীনতার ডিলারশীপ প্রাপ্ত। মনে হয় তারাই একাত্তরে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছে।

দেশপ্রেম নিয়ে এত বড় বাণিজ্য কোথায়, কোন দেশে আছে? ওরাই দেশপ্রেমিক, আমাদের শেখাচ্ছে কিভাবে দেশকে ভালবাসতে হয়। ---- যদিও এই গাজারু নির্মাতারা জানে আমাদের পূর্বপুরুষ মাত্র নয় মাসে দেশ স্বাধীন করেছে, দেশপ্রেমের জোরে, মাতৃভুমির টানে,-তখন কোন গাজারুর বিজ্ঞাপনের দরকার হয়নি। কিন্তু আজ দরকার পড়ছে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.