আমাদের কথা খুঁজে নিন

   

গাজার আয়নায় জেনে নিন নিজ পরিচয়!

সুন্দর সমর

গাজার আয়নায় জেনে নিন নিজ পরিচয়, গাজায় ইসরাইলের রক্তখেকো ট্যাংক দেখে আপনার হাত কি মুষ্টিবন্ধ হয়? রক্তমাখা শিশুর ছবি দেখার পর কি নিজ সন্তানের জন্য খেলনা কিনতে যেয়ে হোচট খেয়েছেন? সুস্বাদু খাবার মুখে তুলতে যেয়ে গাজায় ফিলিস্তিনি হত্যার দৃশ্য টিভিতে দেখে কি আপনি পাতের খাবার ফেলে উঠে যান? প্রতিদিন দৈনিক কাগজ হাতে নিয়ে নাস্তার টেবিল থেকে উঠে যান, চা পড়ে থাকে রাতে স্ত্রীর কাছে ঘন হতে যেয়ে কি হঠাৎ থমকে যান, স্ত্রীকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন, গাজা গাজা বলে, তাকিয়ে দেখেন স্ত্রীর চোখ ধারা বইছে অশ্রুর? বন্ধুর জন্মদিনে দামি শার্ট দিবেন বলে যে টাকা জমিয়ে ছিলেন তা দিয়ে দিলেন গাজার ত্রাণ তহবিলে বন্ধুকে ফোনে বলতে যেও বলল, আমি কাল শালীর শাড়ির টাকা দিয়ে এসেছি। শালীকে ও কথা বলতে তার শুন্য ধবল হাত দেখাতে দেখাতে বলল, কিছুই ছিলনা তাই চুড়ি দুইটাই দিয়ে দিলাম! হ্যাঁ হলে, আপনি এবং আপনারা এখনও মানুষ না হলে, মানুষ নন দ্বিপদী অন্য কোনও জীব! অন্য কোনও কিছু!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.