কোথায় পাব শান্তি,তাই খুজেঁ বেড়াই।
জালিম যত বড় পরাশক্তিই হোক, মজলুমের প্রতিরোধেই এদের পরাজিত হতে হয়। আজকের ব্রেকিং নিউজ,
তাল আল হাওয়ায় ১৬ টি ট্যাংক ধংস হওয়ার পর পিছু হটে হানাদার ইসরাইল। হামাসের অকল্পনিয় প্রতিরোধে যখনি অনেক ট্যাংক ধংস হয়ে পিছু হটে যায় তখনি ইসরাইলি বিমান জনসাধারনের উপর,হাসপাতালে,খাদ্য গুদামে হামলা চালায়। যেন প্রতিরোধকারীদের মনোবল কমে যায়।
তবু চলছে হামাসের প্রতিরোধ। হিজবুল্লাহর মত হামাসের হাতে ও ইসরাইল পরাজিত হবে।
প্রতিরোধের প্রতিদিনের খবর জানতে কাসাম ব্রিগেডের ফোরাম সাইট দেখুন।
Click This Link
এই ধরনের গোপন সুড়ঙ্গ ব্যবহার গেরিলা যুদ্বের একটি অনন্য কৌশল।
যা দিয়ে হামাস শত্রুকে ধোকা দিতে ও চোরাগুপ্তা হামলা চালায়।
আর গাজা শহরে এই ধরনের কয়েকশ সুড়ঙ্গ রয়েছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।