আমাদের কথা খুঁজে নিন

   

মুরসির বিরুদ্ধে হামাসের সঙ্গে আঁতাতের অভিযোগ

২০১১ সালে হোসনি মুবারকের বিরুদ্ধে আন্দোলন চলাকালে জেলে হামলার ঘটনায় মুরসি হামাসের সঙ্গে আঁতাত করেছিলেন বলে অভিযোগ করা হয়েছে।
শুক্রবার প্রাথমিকভাবে ১৫ দিনের জন্য মুরসিকে আটক রেখে জিজ্ঞাসাবাদেরও নির্দেশ দিয়েছে বিচারবিভাগ। মুরসি ক্ষমতাচ্যুত হওয়ার পর তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা সম্পর্কে এই প্রথম আনুষ্ঠানিক বিবৃতি দিল কর্তৃপক্ষ।
এদিকে শুক্রবার জুমার নামাজের পর মুরসির সমর্থকরা তাকে ক্ষমতায় পুনর্বহালের দাবিতে কায়রোর রাজপথে বড় ধরনের বিক্ষোভ দেখিয়েছে।
সেনা প্রধান আব্দেল ফাত্তাহ আল সিসির আহ্বানের পর এইদিন মুরসি বিরোধীরাও তাহরির স্কয়ারসহ কায়রোর বেশ কয়েকটি স্থানে বিক্ষোভ সমাবেশ করেছে।


দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় আলেকজান্দ্রিয়া শহরে দুইজন নিহত ও আরো ১৯ জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকারি সংবাদ সংস্থা মিনা। নীল ডেল্টায়ও নয়জন আহত হয়েছে বলে রয়টার্স জানিয়েছে।
২০১১ সালের শুরুর দিকে মিশরের সাবেক স্বৈরশাসক হোসনি মুবারকের শাসনামলের শেষ দিনগুলোতে কয়েকটি জেলে হামলা হয় এবং কিছু কয়েদি পালিয়ে যায়। এদের মধ্যে মুরসিসহ ব্রাদারহুডের কয়েকজন নেতাও ছিলেন।
এ অভিযোগ ছাড়াও, খুন ও অপহরণসহ আরো অভিযোগে মুরসির বিরুদ্ধে তদন্ত চলছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা।


তার বিরুদ্ধে অন্যান্য এসব অভিযোগের মধ্যে আছে- বিক্ষোভ উস্কে দেয়া, জেলের রেকর্ড নষ্ট করা, থানায় হামলা, পুলিশ ও সেনা কর্মকর্তাদের ওপর হামলা, কিছু কিছু বন্দি, সরকারি কর্মকর্তা ও সেনাকে হত্যা ও অপহরণ করা।
গত ৩ জুলাই সেনা হস্তক্ষেপে মুরসির পতনের পর থেকে তাকে জনসম্মুখে হাজির করেনি সেনাবাহিনী।
সম্প্রতি যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক গোষ্ঠী মুরসিকে বিনা অভিযোগে আটকের সমালোচনা করে আসছে। জাতিসংঘের মহাসচিব বান কি মুনও এ ধরনের আটকাবস্থায় উদ্বেগ প্রকাশ করেন।
এসব ঘটনার পরই শুক্রবার মুরসির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ এনে ১৫ দিনের আটকাদেশ দেয় বিচার বিভাগ।


অবশ্য মুরসির বিরুদ্ধে সেনা সমর্থিত সরকারের আনা অভিযোগগুলোকে সেনা শাসকদের ‘স্বপ্ন বিলাস’ বলে আখ্যায়িত করে তার দল মুসলিম ব্রদারহুড।
ব্রাদার হুডের মুখপাত্র জাহদ আল হাদ্দাদ দাবি করেন, “মুরসির বিরুদ্ধে সেনাবাহিনীর আনা এসব অভিযোগ কিছু সেনা কর্মকর্তা ও সেনা শাসকদের স্বপ্ন বিলাস ছাড়া আর কিছু নয়। আমরা রাজপথে আমাদের বিক্ষোভ চালিয়ে যাব। ”
শুক্রবার মুরসির সমর্থক ও বিরোধীদের পাল্টাপাল্টি বিক্ষোভ কর্মসূচির মধ্যে তার বিরুদ্ধে তোলা এসব অভিযোগে মিশরে উত্তেজনা আরো বাড়বে বলেই মনে করা হচ্ছে।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.