ইচ্ছে করে হারিয়ে যাই তোমার সীমানায়
ইসরায়েল রাষ্ট্রের জন্মটায় হলো অবৈধ। জোর করে অন্যের দেশ ও জায়গা দখল করে এই দেশটির জন্ম হয়েছিল। আর এতে চারটি দেশের প্ররোচনা এবং সরাসরি রাষ্ট্রীয় সাহায্য ছিল। তারা হল যুক্তরাষ্ট্র, রাশিয়া, গ্রেট বৃটেন ও ফ্রান্স। তাদের ইচ্ছা ও প্রয়োজনে মূলত এই বিষফোঁড়ার জন্ম হয়েছিল।
এইতো সেদিন হামাস যখন নির্বাচনে জিতে ফিলিস্তিনে সরকার গঠন করেছিল তখন তা ছিল পুরোপুরি বৈধ ও গনতান্ত্রিক। আলজেরিয়াতেও একই ঘটনা হয়েছিল। কিন্তু সেখানের মুসলিম সরকার যুক্তরাষ্ট্রের পছন্দ না হওয়ায় তারা সন্ত্রাসী হয়ে গেল রাতারাতি। আসলে গনতন্ত্র হতে হবে যুক্তরাষ্ট্রের পছন্দ মাফিক গনতন্ত্র। তাছাড়া যুক্তির খাতিরে যদি ধরেই নেয়, হামাস সন্ত্রাসী সংগঠন।
তবুওতো এটা ঠিক তাদের জন্ম হয়েছে ইসরায়েল রাষ্ট্রের জন্মের অনেক পরে এবং ইসরায়েলের অত্যাচারে নিজেদেরকে রক্ষার স্বার্থে।
তবুও হামাস ভুল করেছে। ইসরায়েলের মত একটা পারমানবিক শক্তিধারী বদমাশ হিব্রুদেরকে এভাবে হাল্কা টোকা দিয়ে আক্রমনের সুযোগ সৃষ্টি করে দেওয়া উচিৎ হয়নি। যাতে অসংখ্য নিরপরাধী মানুষ মারা যাচ্ছে ও দুঃখ দূর্দশায় নিমজ্জিত হয়েছে। এদেরকে আঘাত করতে হবে সেই শক্তি নিয়ে যাতে অনেক কিছু শেষ করে দেয়া যায়।
আর এখানেই ইরানের পারমানবিক ক্ষমতাধারী হওয়ার যৌক্তিকতা। ঘৃন্য এ অপরাধের জন্যে ধিক্কার ও নিন্দা জানাই ইস্রায়েলের। এদের এ অপরাধের শাস্তির জন্যে সবাইকে প্রস্তুত হতে হবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।