সাবেক দুই ফুটবল তারকার অভিযোগ সাউথ আমেরিকান ফুটবল কনফেডারেশন এ ক্রীড়ার উন্নয়নে অর্থ সম্পদ কাজে লাগাতে ব্যর্থ হচ্ছে।
ম্যারাডোনা ও রোমারিও অনেক দিন ধরেই এ অঞ্চলের সর্বোচ্চ ফুটবল সংস্থার বিরুদ্ধে সোচ্চার রয়েছেন।
সংস্থার কর্মকাণ্ডে পরিবর্তনের দাবিতে মহাদেশটির ২০টি ফুটবল ক্লাব ও উরুগুয়ের কয়েকজন আইনজীবির সঙ্গে বুধবার রাতে ব্রাজিলের সাও পাওলোতে আলোচনায় বসেন প্রতিবেশী দুই দেশ আর্জেন্টিনা ও ব্রাজিলের বিশ্বকাপজয়ী দুই তারকা।
আলোচনা শেষে সাংবাদিকদের ম্যারাডোনা বলেন, “এটা (সংস্থাটি) কোনো ক্লাব, খেলোয়াড় কিংবা ভক্তদের জন্য কাজ করে না। আর তাই যারা খেলাটির এত বেশি ক্ষতি করেছে তাদের মুখোশ খুলে দিতে আমরা একটা কমিশন গঠন করতে যাচ্ছি।
”
বর্তমানে ব্রাজিলের কংগ্রেস সদস্য রোমারিও সাউথ আমেরিকান ফুটবল কনফেডারেশনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ তুলে তিনি বলেন, “যতটা ধারণা করেছিলাম, পরিস্থিতি তার চেয়ে বেশি গুরুতর। ”
“আরো অনেক মানুষকে আমাদের একত্রিত করতে হবে। ক্লাব, সাবেক ও বর্তমান খেলোয়াড়দের নিয়ে তাদের বিপক্ষে রুখে দাঁড়াতে হবে। এটা ফুটবলের স্বচ্ছতা ও সম্মান রক্ষার আন্দোলন। ”
“এই কমিশন গঠন করে আমরা খুঁজে বের করতে চাই সংস্থাটির আয় করা অর্থ দিয়ে কি করা হয়েছে”, যোগ করেন ১৯৯৪ সালের বিশ্বকাপে গোল্ডেন বল জয়ী রোমারিও।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।