জানতে ভালোবাসি,...তাই প্রশ্ন করি... গনতন্ত্র ফেরিকারী ও ধোয়া তুলসীপাতা আওয়ামীলীগ এখন বাকশালের রূপ ধারণ করেছে..... আসলে এটাই হয় যখন কোন সরকার তার পতনের দিকে ধাবিত হয়। তখন সরকার সব নিয়ন্ত্রন হারিয়ে ফেলে হয়ে যায় স্বৈরাচারী কিন্তু আওয়ামীলীগ সরকার স্বৈরাচারীর পাশাপাশি হয়েছে বাকশালী.....যাকে বলে একদলীয় শাসন। হায়!!ভেবে অবাক হই....বিশ্ব শান্তির মডেলের রূপকারের দেশে আজ শান্তি নাই....তারা ছাড়া নাকি সবাই অশান্তিকামী....... মুক্তিযুদ্ধ ও গনতন্ত্র ফেরি করা আওয়ামীলীগ সরকার দিন দিন অসহায় হয়ে পড়ছে......দূঃশাসনে, দূর্নীতিতে নিমজ্জিত সরকারের মাথা নষ্ট হয়ে গেছে.....সুশাসন থেকে ছিটকে পড়ছে.... এক ম,গা মন্ত্রীকে দিয়ে সরকার গোপালী পুলিশী রাষ্ট্র কায়েম করতে চায়.....ডান্ডা দিয়ে,গুলি করে,টিয়ার সেল মেরে শান্তি ও তুলসীপাতার গনতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়.... আজ যেভাবে বিএনপি অফিসে হামলা ও শীর্ষ নেতাদের গ্রেফতার করা হলো তা সরকার ঘৃণা ব্যতীত আর কিছুই পেতে পারে না...এটাকে আবার ম,গা গনতন্ত্র বলছে, শান্তি প্রতিষ্ঠা করছে.....শুনলে হাসি পায়... আমরা কি এতটাই বোকা..... সরকার দিন দিন আমাদের সাধারণ মানষের বুকের সাহস কেড়ে নিয়েছে.....প্রতিবাদের ভাষা কেড়ে নিয়েছে....দেশকে কৌশলে প্রতি ক্ষেত্রে বিভক্ত করেছে.....তাদের আদর্শের বাহিরের আদর্শকে অবমূল্যায়িত করে পদদলিত করে অবলীলায় দেশদ্রোহী, রাজাকার বলে....দেশের বিশিষ্ঠ ব্যক্তিদের তাচ্ছিল্য করে....... কেউ আজ রাস্তা দেখাতে রাস্তায় নামে না ফলে সরকার তার অন্যায়, অত্যাচার, দূর্নীতি অবলীলায় করে যাচ্ছে.....মুখের বুলি দিয়ে ঢেকে দিচ্ছে... আজ আমরা নিরাপদ দুরত্ব বজায় রেখে অগ্নিঝরা বাক্য, প্রতিবাদ,সমালোচনা গালাগাল করি শুধু অনলাইনে... সরকার আমাদের বুকের সাহস কেড়ে নিয়ে গৃহে বসিয়ে দিয়েছে..... অবশ্যই আজ আমরা সবাই জেল, জুলুম,মামলা পুলিশের অত্যাচার ভয় পাই....কেন......? ভেবে দেখুন সরকার সাড়া দেশটাকে কিভাবে কারাগারে পরিনত করেছে, এদেশে এখন আওয়ামীলীগ ও শাহবাগীরাই নিরাপদ আর বাকী সবাই বাস করছি এক রকম কারাগারেই.... সরকার বিরুদ্ধে কিছু বললেই মামলা ও গ্রেফতার.... আমরা তা দেখে চুপষে যাই, কিন্তু আর নয়.....যা হবার হবে..... আমি কোনো দলের নই, আমি বাংলাদেশের.... দল মত নির্বিশেষে আমি এই অত্যাচারী, দূর্নীতিবাজ সরকার পতন আন্দোলনে যোগ দিব....
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।