আমাদের কথা খুঁজে নিন

   

এশিয়া এনার্জিকে বহিষ্কার ও ফুলবাড়ি চুক্তি বাস্তবায়নের দাবি



দেশ থেকে এশিয়া এনার্জিকে বহিষ্কার, উন্মুক্ত পদ্ধতির কয়লা খনি নিষিদ্ধ করা এবং ফুলবাড়ি এলাকার মানুষের সঙ্গে সম্পাদিত ৭ দফা চুক্তির পূর্ণ বাস্তবায়নের জন্য নতুন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে 'তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি'। রোববার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে এ আহ্বান জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ। আনু মুহাম্মদ তার বক্তব্যে স্থানীয় জনসাধারণের প্রতিরোধের মুখে ২০০৬ সালের ৩০ আগস্ট স্বাক্ষরিত ফুলবাড়ি চুক্তির প্রতি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার পূর্ণ সমর্থন ব্যক্ত করার কথা উল্লেখ করেন। তিনি বলেন, "আমরা এ সরকারের কাছে এশিয়া এনার্জিকে বহিষ্কার করাসহ চুক্তির পূর্ণ বাস্তবায়নের দাবি করছি।

একই সঙ্গে সরকারের অভ্যন্তরে আর দেশি-বিদেশি লুণ্ঠনকারী, বিদেশি কোম্পানির লবিয়িস্ট ও কমিশনভোগীদের দেখতে চাই না। " লিখিত বক্তব্যে আরো বলা হয়, শেভরনকে 'অযৌক্তিকভাবে' জালালাবাদ গ্যাসফিল্ড তুলে দেওয়া হয়েছে। বিবিয়ানা থেকে বাস্তব উত্তোলনযোগ্য পরিমাণের চাইতেও বেশি গ্যাস তুলে ক্ষেত্রটিকে সাঙ্গু গ্যাস ক্ষেত্রের মতো হুমকির মুখে ফেলে দেওয়া হচ্ছে। এসব কর্মকান্ডের সঙ্গে পেট্রোবাংলার চেয়ারম্যানও জড়িত দাবি করে জাতীয় কমিটির নেতৃবৃন্দ তাদের শাস্তি দাবি করেন। জাতীয় কমিটি বিদ্যুতকে 'গণপণ্য' বিবেচনা করে রাষ্ট্রীয় উদ্যোগে এবং বেসরকারি দেশীয় মালিকানায় বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের নীতিমালা প্রণয়নেরও দাবি জানায়।

বেশি দামে বিদ্যুৎ কেনা এবং বিদ্যুৎখাতকে 'বহুজাতিক কোম্পানির হাতে জিম্মি করার' বিদ্যমান নীতি, চুক্তি ও প্রতিষ্ঠানিক ব্যবস্থা থেকে দেশকে মুক্ত করার তাগিদ দেওয়া হয় লিখিত বক্তব্যে। সংবাদ সম্মেলনে ভবিষ্যতে জ্বালানির সুরক্ষা ও নিরাপত্তার জন্য অতীতে যেসব 'মন্ত্রী, আমলা, কনসালট্যান্ট ও ব্যবসায়ী' জাতীয় সম্পদ লুন্ঠনের সঙ্গে জড়িত ছিলেন তাদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক প্রকৌশলী মুহাম্মদ শহীদুল্লাহ, চুয়েটের ড. শামসুল ইসলাম. মোশরেফা মিশু, বিচারপতি গোলাম রাব্বানী, সিপিবির রুহিন হোসেন প্রিন্স প্রমুখ। Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.