এইখানে শায়িত আছেন বাংলা ব্লগ ইতিহাসের কলঙ্ক...
অভিনয়ে: ব্লগার X, সামহোয়্যারের আম ব্লগার গোষ্ঠী।
ব্লগার X মাত্র ২ সপ্তাহ হলো সামহোয়্যারে ফার্স্ট পেইজ এ্যাকসেস পেয়েছেন। এখন অব্দি পোস্ট দিয়েছেন মাত্র ৪টি, হিট ২৩৯। প্রথম পোস্টটি ছিলো সামহোয়্যারে আগমন উপলক্ষে। বাকি ৩টি কিছু সামাজিক ও রাজনৈতিক বিষয়াদি নিয়ে।
কিন্তু ব্লগার X এর মেজাজ বড়ই খারাপ। একেতো নতুন ব্লগার, পোস্ট পড়তে প্রায় কেউই আসে না। তার উপর কয়েকজন পড়ে / না পড়েই মাইনাস দিয়ে গিয়েছে। কয়েকজন আবার আজাইড়া পোস্ট উল্লেখ করে গিয়েছেন। সবমিলিয়ে তিনি বড়ই হতাশ।
মনে মনে আপন স্বরেই বলে ওঠেন: "ক্ষ্যাতা!"
আজ ব্লগার X প্রতিশোধ নিয়েই ছাড়বেন এর। এই বিরক্তিকর জায়গা ছাড়বেনই যখন একটু ক্যাতা লাগিয়ে ছাড়তে চান। মাথায় তার খেলে যায় অদ্ভূত দুষ্টুবুদ্ধি।
তিনি নতুন পোস্ট লিখার অপশনে গিয়ে নতুন একটি পোস্ট লিখলেন।
শিরোনাম: সামহোয়্যার একটি *** ব্লগ
পোস্টে লিখলেন: এইটা একটা *** ব্লগ।
আমি আপনাদের সবাইকে **। আপনারা আমার কি করবেন হ্যাঁ? মাইনাসই তো দিবেন? ভয় পাই না।
পোস্ট প্রকাশ করলেন ব্লগার X। ১৫ মিনিটের মধ্যেই ২১টি মাইনাস/১টি প্লাস, ১৪টি কমেন্ট।
কমেন্টগুলো অনেকটা এমন:
ঐ তোর *** **!!!
**** পোলা, গেলি!
বলদ আইসে।
মাইনাচ!
সবাই ধুমিয়ে গাল পাড়ছে। মাইনাস দিচ্ছে। মাত্র ১ ঘন্টায় মাইনাস কাউন্টার ৪৫ এ ঠেকলো। গালাগালি করে ক্লান্ত সবাই। পোস্ট আর প্রথম পাতায়ও নেই।
এবার ব্লগার X তার প্ল্যান বাস্তবায়নে নামলেন। তিনি পোস্ট এডিট অপশনে গেলেন। পোস্টের শিরোনাম পাল্টে দিলেন - যুদ্ধাপরাধীদের বিচার হতেই হবে।
যুদ্ধাপরাধীদের বিচার কিভাবে করা যায়, কেন করা উচিৎ এ সংক্রান্ত একটি অনবদ্য লেখা দিয়ে পাল্টে দিলেন পোস্টের আগের লেখাটিকে। "কোন মন্তব্য নয়" অপশনে টিক মার্ক দিয়ে দিলেন।
পোস্টটিকে "সংরক্ষণ" করলেন তিনি। শেষ মন্তব্য হিসেবে লিখে দিলেন, "যুদ্ধাপরাধীদের বিচারের মতো এমন একটি বিষয়ে আপনাদের কুরুচিকর মন্তব্যের দরুন আমি কমেন্ট নেয়া বন্ধ করতে বাধ্য হলাম। "
এবার নতুন পোস্ট লেখার অপশনে গিয়ে নতুন একটি পোস্ট লিখতে বসলেন.......
শিরোনাম: ছিঃ সামহোয়্যার! আপনারা এতো খারাপ!
পোস্টে লিখলেন: ছিঃ সামহোয়্যার! আপনারা এতো খারাপ! যুদ্ধাপরাধীদের বিচারের মতো এমন একটি বিষয়ে আপনারা এমন অবস্থান নিতে পারলেন? ছিঃ ছিঃ........[এখানে থাকবে আগের পোস্টটির লিংক]
এমন রাজাকারদের সাথে সহবস্থান করতে আমি মোটেও রাজি নই, চলে গেলাম চিরতরে এই অভিশপ্ত যায়গা ছেড়ে........
পোস্ট প্রকাশ করলেন, মৃদু হাসলেন ব্লগার X......তৃপ্তির হাসি........হা হা হা হা........
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।