আস সালাম - আপনার উপর শান্তি বর্ষিত হোক
আই ডি ফোরামের পোস্টগুলো নাড়াচাড়া করছিলাম। হঠাৎ একটা পোস্টে চোখ আটকে গেল। কিছুই না। যায় যায় দিনের একটা লিংক। Click This Link খবরটা পড়লাম।
পড়ে একটু অবাক হয়েছি তবে খুব বেশী টাশকি খাইনি। আসলে হতভম্ব হবার ক্ষমতাই হারিয়ে ফেলেছি। অবাক হয়ে কোন কথা বললেই অন্যদের কাছ থেকে শুনতে হয়, আমি একটা গাড়ল। আমার কথাবার্তা নাকি খুব হাস্যকর।
তাও কেমন যেন খুতখুত করতে লাগল ভেতরে।
কিছু কেন্দ্রে মোট ভোট কাস্টিং কিনা ১০০ ভাগেরও বেশী! এটা কি করে হয়? কিন্তু এদিকে প্রথম আলো, ডেইলি স্টার সহ প্রায় সমস্ত প্রথম সারির পত্রিকাসহ অনেকেই দাবী করছে এই নির্বাচন অসাধারন আন্তর্জাতিক মানের। কোন প্রশ্ন উঠানো যাবে না এই নির্বাচন নিয়ে। সুতরাং বোঝার ভুলটা আমারই, সে বিষয়ে কোন সন্দেহ নেই। তবু মনে হল, ক্লিয়ার করা প্রয়োজন।
সেজন্য সহায়তা নিলাম কর্তার।
জিজ্ঞাসা করলাম:
"সেদিন তো আশিক ভাই আর তুমি মিলে এনালাইসিস করে বের করলে ভোট গননায় কারচুপি হয় নি। এখন এটার ব্যখা দাও তো। "
"কোনটা?"
"এই যে কাস্টিং ভোট কয়েকটি কেন্দ্রে মোট ভোটের চেয়ে বেশী হয়েছে বলে যায় যায় দিনে এসেছে। "
"এটার তো কোন ব্যখা পাচ্ছি না। তবে থিওরি অব রিলেটিভিটি দিয়ে হয়ত ব্যখা করা যাবে।
"
ভাবলাম, তাই তো। থিওরি অব রিলেটিভিটি দিয়ে তো ব্যখা করা যায়। সাধারন ভাবে যেসব স্বতঃসিদ্ধ, যেমন, কোন বস্তু একই সাথে একই সময়ে দুই জায়গায় থাকতে পারেনা - এসব তো থিওরি অব রিলেটিভিটিতে খাটে না। অনেক স্বাভাবিকত্ব উল্টে যায় রিলেটিভিটি থিওরিতে।
বাংলাদেশে এই থিওরি অব রিলেটিভিটিতে পান্ডিত্য যার তিনি হলেন ওয়াজেদ সাহেব।
ইলেক্ট্রো ম্যাগনেটিজমের উপর সম্ভবত উনার অসাধারন দখল। কিন্তু তিনি তো এখন অসুস্থ।
আচ্ছা, যদি থিওরি অব রিলেটিভিটি দিয়ে আমরা এই ভোট কাস্টিং এর ব্যখা করতে যাই, তবে কি হবে তার এনালাইটিক মডেল? কারো কি কোন ধারনা আছে?
কিংবা অন্য কোন ব্যখা?
সবাইকে ধন্যবাদ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।